Site icon Book PDF Down.com

সৌরভ PDF Download হুমায়ূন আহমেদ

সৌরভ PDF Download হুমায়ূন আহমেদ

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সৌরভ বইটির পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। তাই আপনারা সৌরভ বইয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইট থেকে কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। যারা হুমায়ুন স্যারের লেখা পড়তে ভালোবাসেন এবং তাদের বই এক নিশ্বাসে শেষ করতে চান, তাদের জন্য এই বইটি হবে একটি চমকপ্রদ বই। আপনারা নির্দ্বিধায় আমাদের ওয়েবসাইটের নিচে যান এবং সেখান থেকে বইটি ডাউনলোড করে নিন এবং পড়া শুরু করে দিন।

সৌরভ বইটি মুক্তিযুদ্ধের পটভূমি কে কেন্দ্র করে রচিত হয়েছে। এ বইটি পাঠ করলে আপনারা মুক্তিযুদ্ধের আংশিক চিত্র দেখতে পারবেন। সেই সাথে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ মুক্তিযুদ্ধের কারণে কিরকম ভয়াবহভাবে পরিবর্তন হয়ে গিয়েছে তা উঠে এসেছে বইটিতে। অনেকের কাছে এই বইটি আহমরি কিছু না হলেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা বইটি চমৎকার একটি বই।

তাই আপনারা নির্দ্বিধায় বইটি পড়ে ফেলতে পারেন এবং একটি পরিবারের মুক্তিযুদ্ধের হাওয়া এসে কেমন ভাবে লাগে তা বুঝতে পারবেন। এ বইটি অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। হুমায়ুন স্যারের লেখা অধিকাংশ বই অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এ বইটির পৃষ্ঠা সংখ্যাঃ অষ্টআশি। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং এটি একটি সমকালীন উপন্যাস।

সৌরভ বইয়ের কাহিনী সংক্ষেপ

পূর্বেই বলা হয়েছে বইটি মুক্তিযুদ্ধের সময় কালকে কেন্দ্র করে রচিত হয়েছে। এ বইয়ে রয়েছে শফিক নামের একজন ব্যাক্তি যিনি একজন পঙ্গু ব্যক্তি। তিনি বাসা ভাড়া দিয়ে যে টাকা হয় সে টাকা দিয়ে জীবন চালাই। তার বাড়িতে অনেক রকমের ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়ারা যে যার মত কাজে ব্যস্ত। দৈনন্দিন জীবনের যে ঘাত-প্রতিঘাত তাই সে আঘাত হানে এই পরিবারটির উপরে।

আগে যেমন সবাই একসঙ্গে বসে গল্প করতো এখন আর তেমনটি হয়ে ওঠে না। হঠাৎ করে মুক্তিযুদ্ধ সকলের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। যেই কাদের আগে কথার ঝুড়ি নিয়ে বস্ত সেই কাদের এখন নিশ্চুপ হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন পরিস্থিতিতে নিজাম সাহেব আর আগের মতো ভূত দেখেনা।

কারণ চোখের সামনে তার যে সকল বিভীষিকাময় ঘটনা ঘটছে সেগুলো ভূত দেখার চাইতে অনেক বিশাল কিছু। বিলু নামের যে মেয়েটি প্রতিনিয়ত গল্প করার জন্য আসত এবং এই বাড়িতে এসে সময় কাটাতো সেই মেয়েটি মুক্তিযুদ্ধের ভয়ে ঘর থেকে বের হয়না। অর্থাৎ সবকিছুর মধ্যে পরিবর্তন ঘটেছে একমাত্র মুক্তিযুদ্ধের কারণে।

বাসার মালিক শফিক সাহেব এর আত্মীয়-পরিজন বলতে ঢাকায় কিছু রয়েছে। ঢাকাতে তার বোন এবং বোনের স্বামী এবং ভাগ্নি থাকেন। কিন্তু পাকিস্তানি মিলিটারিদের হামলার কারণে তাদের খোঁজ খবর নেওয়া হয় না। হঠাৎ করেই ভাড়াটিয়ার বাসায় ভাড়া থাকে জলিল নামের একজন লোক নিখোঁজ হয়ে যায়। তার স্ত্রী অনেক কান্নাকাটি করে কিন্তু তার স্বামী ফিরে আসে না। অর্থাৎ মুক্তিযুদ্ধের কারণে পরিবারের মধ্যে যে প্রাণচঞ্চল অবস্থা ছিল তা আর এখন নেই। সকলেই এখন জীবন নিয়ে তটস্থ এবং ভয়ে শঙ্কিত।

তবে এই পরিবারে ঘটে চাই অন্য একটি ঘটনা। পাকিস্তানি মিলিটারি বাহিনী একদিন হঠাৎ করে চলে আসে শফিকের বাড়ি। সেখানে এসে তারা একটি ছোট মেয়েকে দিয়ে যায়। এই মেয়েটি তাদের বাড়িতে সৌরভের মত গন্ধ ছড়ায়। নিয়ে আসে বেঁচে থাকার মত নতুন আলো। তাই বইটি পাঠ করলে যেকোনো পাঠকের কাছে ভালো লাগবে এবং এই সৌরভ নামকরণের পিছনে যৌক্তিকতা খুঁজে পাবেন।

সৌরভ PDF

Exit mobile version