Site icon Book PDF Down.com

শ্রাবণ গাঁথা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণ গাঁথা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণ গাঁথা নাটক পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রাবণ গাথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য বা নাটক। শ্রাবণ গাথা রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ঋতু নিয়ে লেখা একটি নাটক। নাটকটিতে একাধিক গীতিকবিতা সংকলিত হয়েছে এবং এই গীতিকবিতা গুলোর মাধ্যমে নাটকের কাহিনী বর্ণনা করা হয়েছে। পুরতাই নাটকটি রবি ঠাকুরের বর্ষার প্রতি অনুরাগ ও রোমান্টিক মনোভাব প্রকাশ পেয়েছে।

রবি ঠাকুর বসন্ত বন্দনা বসন্ত লিখেছিলেন ঋতুরাজ বসন্তকে অবলম্বন করে বসন্তের বন্দনা করে। ঠিক তেমনি বসন্ত নাটকের মতই শ্রাবণ গাঁথা নাটকটি কবিগুরুর একটি অসাধারণ কাব্যনাট্য। এই নাটকটি মূলত পালাগানের সমষ্টি এবং শুধুমাত্র গীতি কবিতার মাধ্যমে পুরো নাটক শেষ হয়েছে এবং কাহিনীর অবতারণা ও সমাপ্তি ঘটেছে।

রবি ঠাকুরের বিখ্যাত নাটকগুলোর মধ্যে এই কাব্যনাট্য টি অন্যতম। সাহিত্যপ্রেমী পাঠকদের মাঝে শ্রাবণ গাঁথা একটি রোমান্টিক ভালোবাসার নাটক। কেননা কবিতা মানে যেন সাহিত্যের প্রাণসঞ্চার আর এই কবিতার মাধ্যমে পুরো নাটকটি লেখা হয়েছে সত্যিই কবি প্রতিভার এক অনন্য অসাধারণ শৈল্পিক সৃষ্টি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু নাটক রয়েছে যেমন ডাকঘর বসন্ত সহ আরো কিছু বিখ্যাত নাটক যেগুলো দর্শক সমাজে অত্যন্ত সমাদৃত ও বহুল পঠিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতু কে কেন্দ্র করে অনেক কবিতা গান উপন্যাস লিখেছেন যা হয়ত বাংলা সাহিত্যে কোন কবি এতটা প্রকৃতি নিয়ে রচনা করেননি।

শুধুমাত্র বর্ষা ঋতু কে বর্ষার বৃষ্টি কে কেন্দ্র করে এত সুন্দর এক সাহিত্যকর্ম সৃষ্টি করা যায় তা কেবল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই সম্ভব। বর্ষা ঋতুর সৌন্দর্য মানুষের হৃদয়কে ভালোবাসায় সিক্ত করে। মানব হৃদয় বর্ষার বৃষ্টির কলরবে হয়ে ওঠে রোমান্টিক ও আবেগি। কবিগুরু বর্ষা নিয়ে অনেক গান লিখেছে যা বাংলা সাহিত্যে বিরল।

তেমনি গান, উপন্যাসের বাইরে একটি সম্পূর্ণ কাব্য নাটক রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাব্যনাট্য কি এতোই অসাধারণ ও শৈল্পিক নিদর্শনে পরিপূর্ণ যা পাঠকদের হৃদয়কে এক অপূর্ব ভালোলাগার অনুভূতি এনে দিবে। বর্ষা ঋতুর আগমনে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়, বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে যায় হৃদয়ের যত দুঃখ কষ্ট না পাওয়ার বেদনা। তাই এই কাব্য নাটক কবিগুরুর একটি অসামান্য অবদান সাহিত্য প্রেমিকদের জন্য।

আপনারা যখন-তখন এই অসাধারণ কাব্যনাট্য টি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এখানে আমরা পিডিএফ ফাইল সংগ্রহ করছি আপনাদের জন্য। আপনারা চাইলে অনলাইনে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন এই নাটকটির পিডিএফ ফাইল।

শ্রাবণ গাঁথা PDF

Exit mobile version