Site icon Book PDF Down.com

দি আলকেমিস্ট PDF Download পাওলো কোয়েলহো

দি আলকেমিস্ট PDF Download পাওলো কোয়েলহো

“দি আলকেমিস্ট” উপন্যাসটি ব্রাজিলের বিখ্যাত লেখক পাওলো কোয়েলহোর একটি মাস্টারপিস। এই বইটি প্রায় ৮০ টি ভাষায় বিভিন্ন দেশে অনুদিত হয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কপি বিক্রি হওয়ার গিনেজ বুকে ওয়ার্ল্ড এ নাম লিখিয়েছে। এটা শুধুমাত্র একটি গল্প নয় বরং এটি একটি মোটিভেশনাল উপন্যাস।

দ্য আলকেমিস্ট রিভিউ

একজন ব্যক্তিকে কখনোই তার স্বপ্ন থেকে দূরে যাওয়া উচিৎ নয় কেননা স্বপ্ন স্বপ্ন জায়গায় থাকলেও একটা সময় কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সেই স্বপ্নটি মানুষের হাতের নাগালে এসে পৌঁছায় তাই কখনো স্বপ্নকে ভুলে যাওয়া উচিত নয় বা স্বপ্নের পথ পরিত্যাগ করা উচিত নয়।

দি আলকেমিস্ট গল্পের প্রধান চরিত্র হলো সান্তিয়াগো যে জীবনের প্রথম ষোল বছর পড়াশোনা করে কাটিয়েছে। তার পরিবার চেয়েছিল সে ধর্মযাজক হোক কিন্তু সে যাযাবর হতে চেয়েছিল। সে পৃথিবী কে চিনতে চেয়েছিল। সে রাখাল হয়ে ভেড়ার পাল নিয়ে এখানে সেখানে যেত এবং ভেড়ার পশম নিয়ে বিক্রি করে দৈনন্দিন খরচ চালাত।তবে সে সব সময় বই পড়তো।

দ্য আলকেমিস্ট উক্তি

একটা অতিক্ষুদ্র সূত্র ধরে কিভাবে পথ চলতে চলতে জীবনের চরম লক্ষ্যে পৌঁছানো যায় সেটি এই বইটিতে দেখানো হয়েছে। একটি সাধারন গল্পের মাধ্যমে অসাধারণ জীবন দর্শন ফুটিয়ে তুলেছেন লেখক পাওলো কোয়েলহো।

গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সান্তিয়াগো যে রাখাল ছেলে ভেড়ার পাল নিয়ে এখানে সেখানে যায়। একটি দোকানের পাশ দিয়ে প্রতিদিন যাওয়ার সময় একটি মেয়েকে তার ভালো লাগে। সে একদিন স্বপ্নে দেখে একটি ছেলে মিশরে গিয়ে গুপ্তধন লাভ করেছে । সবকিছু নিয়ে সে অতিরিক্ত চিন্তা করতে থাকে এবং স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন মহিলার জ্যোতিষীর কাছে যায়।

মহিলাটি তাকে জানায় যে গুপ্তধন আর কেউ নয় সেই পাবে এবং মহিলাটি তার থেকে গুপ্তধনের এক-দশমাংশ দাবি করে। স্পেনের প্রত্যন্ত অঞ্চল আন্দালুসিয়ার এক গ্রামে ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ানোর রাখাল ছেলেটি কখনো মিশরের কথা ভাবেনি কিন্তু এই প্রথম সে স্বপ্ন দেখতে শুরু করে।

পাওলো কোয়েলহো বই PDF

তাড়না ছিল কোনো ঘরবাড়ি সাইমুম গাছের নিচে এবং রাত হলে একটি ভাঙ্গা গির্জায় ঘুমাতো।সে একই স্বপ্ন বারবার দেখতে থাকে এবং সিদ্ধান্ত নেয় যে সত্যি সত্যি সে মিশরে যাবে।তার সাথে এক লোকের দেখা হয় যে নিজেকে সালামের রাজা হিসেবে তার কাছে পরিচয় দেয় সেটাকে দুটি পাথর দেয় উড়িম আর এবং বলে যে পাথরটি তাকে পথ দেখাবে।

প্রতিটা ছেলের কাছে সালামের রাজা নাকি অন্যকিছু সেটা বইটিতে পরিষ্কারভাবে বোঝা যায় না। সে তার ভেড়ার পাল বিক্রির সিদ্ধান্ত নেয় এবং সে টাকা নিয়ে মিশরের উদ্দেশে যাত্রা করে। তাঞ্জানিয়ায় আসার পরে গাইড ছেলেটি তাকে ধোঁকা দিয়ে তার সমস্ত অর্থ কেড়ে নেয়।

মিশর জাতীয় কথা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এবং একটি স্ফটিকের দোকানে কাজ শুরু করে প্রথমে দোকানে ছোট হলেও সান্তিয়াগোর বুদ্ধিমত্তায় এক বছরের মাথাতেই দোকান অনেক উন্নতি লাভ করে সে এক বছরের যাবতীয় বেতন গ্রহণ করে পুনরায় শুরু করে। তাঞ্জানিয়া থেকে সে আফ্রিকা আসে এবং তার একটাই লক্ষ্য হচ্ছে মিশর।


দ্য আলকেমিস্ট সিক্রেট PDF Download

তারা স্বপ্নের পথে হাজার বাঁধা আসলেও সে কখনোই গুপ্তধনের কথা ভুলে যায় না। শিব মরুভূমিতে বসবাসকারী সেখানে ফাতিমা নামে একজন মেয়ের সাথে তোর দেখা হয় সে ফাতিমাকে ভালোবেসে ফেলে গুপ্তধনের অভিযানের কথা বললে।সান্তিয়াগো ফাতিমাকে বলে যে তার গুপ্তধন অভিযান শেষ হলে সে আবার তার কাছে ফিরে আসবে।

তার দুইশত বছর বয়স্ক একজন জিপসির সাথে সাক্ষাৎ হয়। অনেক গল্প উপন্যাসে এসব রহস্যময় জিপসিদের কথা পাওয়া যায়। এই জিপসিরা নাকি তাদের মায়া বলে মানুষের মন পড়তে সক্ষম হয় এবং যে কোন বস্তুকে সোনায় পরিণত করতে পারে। একজন ইংরেজ ভদ্রলোকের সাথে তার দেখা হয় এবং তারা দুজনে একত্রে মিশর যাত্রা করে।

মিশরে গিয়ে সান্তিয়াগোর কাঙ্খিত জায়গাটি খুঁজে পায়। সে জায়গাটি খনন শুরু করলে একটি লোক এসে তাকে জিজ্ঞেস করে কেন সে এটা করছে। সান্তিয়াগো লোকটিকে তার স্বপ্নের কথা বললে সে জানায় যে ইতোপূর্বে সে একই কাজ করেছে এবং সেখানে কোন গুপ্তধন খুঁজে পায়নি।

কিন্তু স্থানটি খননের সময় একটি লোক তাকে বলেছে মিশরের স্পেনের আন্দালুসিয়ার নামো গ্রামের একটি ভাঙ্গা গির্জায় নাকি গুপ্তধন রয়েছে কিন্তু সে বিশ্বাস করে নি। শেষমেষ সান্তিয়াগো বুঝতে পারে গুপ্তধন আসলে কোথায় রয়েছে। সে স্পেনে তার পুরনো বাসস্থান ভাঙ্গা গির্জায় ফিরে আসে এবং সেখানে খনন করে গুপ্তধনের সন্ধান পেয়ে যায়। সে জ্যোতিষী মহিলাকে তার গুপ্তধন এর এক চতুর্থাংশ প্রদান করে এভাবে সে তার স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়।

দ্য আলকেমিস্ট PDF

এত সংক্ষিপ্ত ভাবে উপন্যাসটির তাৎপর্য বর্ণনা করা মূলত সম্ভব নয় তাই পাঠকদের উচিত বইটি দ্রুত পড়ে ফেলা । কেননা এরকম মাস্টারপিস পৃথিবীতে খুবই কম সংখ্যক রয়েছে। তাই উপন্যাসটি প্রতিটি সাহিত্যপ্রেমী দের জন্য অবশ্য পঠনীয় বই কেননা এটি শুধু একটি উপন্যাস নয় নয় বরং জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য একটি উপযুক্ত পথপ্রদর্শক মাইলফলক।

Exit mobile version