Site icon Book PDF Down.com

দ্য এইট ক্যাথারিন নেভিল PDF Download মোহাম্মদ নাজিমউদ্দীন

দ্য এইট ক্যাথারিন নেভিল PDF Download মোহাম্মদ নাজিমউদ্দীন

হজার বছর ধরে একটি কিংবদন্তির সিক্রেট ফর্মুলা লুকিয়ে রাখা হয়েছে শার্লেমেইনের দাবা বোর্ডে। যা প্রকৃতির নিয়মকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।

আর এটি- যেমনি বিপদজনক তেমনি শক্তিশালী। দার্শনিক রুশো, ভলতেয়ার, আইজাক নিউটন, ক্যাথরিন দ্য গ্রেট, গণিতবিদ লিওনার্দো ফিবোনাচ্চি, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ত, সম্রাট রিশেলু ইতিহাসের অসংখ্য মহান ব্যক্তিত্ব এই ফর্মুলাটির খোজেঁ ছিলেন। ফর্মুলাটি করায়ত্ত করতে ফরাসি বিপ্লব আর আধুনিক সময়কালে ঘটে চলেছে দুটি ঘটনা। সেই দুটি ঘটনা এক বিন্দুতে এসে মিলিত হয়। আর এটি হয়ে উঠে অভাবনীয় রোমাঞ্চ আর গোলকধাঁধা তুল্য রচনা।

গল্পঃ দ্য এইট
মূল লেখকঃ ক্যাথারিন নেভিল
অনুবাদঃ মোহাম্মদ নাজিমউদ্দীন
গল্পটি প্রকাশিত হয়েছে ৬০৯ পৃষ্ঠার একটি বইয়ে।

মূল গল্প

দুই বোন মিরিয়ে এবং ভ্যালেনটাইন মন্তগ্লেইন অ্যাবিস এর নান। একদিন মন্তগ্লেইন এর অ্যাবিস তাদের ডেকে শার্মেইনের দাবাবোর্ড এর লুকিয়ে রাখা কয়েকটি ঘুটি দিয়ে প্যারিস পাঠিয়ে দিলেন সেগুলো রক্ষা করার জন্য। সেখানে যাওয়ার পর ভ্যালেনটাইন মারা যায় কিছু আততায়ীর হাতে এবং মিরিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে মিরিয়ে ঘুটিগুলো দিয়ে যায় মরিসকে। যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন মরিস সেগুলো নিয়ে পালিয়ে যায় অস্ট্রেলিয়ায়।

নিউইয়র্ক শহরের একটি বারে ক্যাথরিনের সাথে পরিচয় হয় একজন মহিলা গনকের সাথে। সেখানে তাদের দেখা হয় এবং মহিলা হাত দেখে তাকে কিছু গোপন ফর্মুলা লিখে দেয় সাংকেতিক ভাষায়। ক্যাথরিনের বান্ধবী লিলির ভাই লিউলিন তাকে শার্লেমেইনের ঘুটিগুলো খুঁজে দিতে বলে। ক্যাথেরিন আলজিয়ার্স এ যায় তার কোম্পানির কাজে এবং ঘুটিগুলো খোঁজার জন্য। সেখানে গিয়ে সে শেরিফের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং তার বন্ধু কামেল তাকে ঝামেলা থেকে রক্ষা করে।

মিরিয়ের একটি ছেলে সন্তান হয় এবং সে ভবিষ্যৎ বাণী করতে পারে। মিরিয়ে আবার প্যারিস এ ফিরে আসে ভ্যালেনটাইন এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে এসে সে ধরা পড়ে যায় এবং তার চাচা ডেভিড এবং মরিস তাকে রক্ষা করে। এরপর মিরিয়ে অ্যাবিসকে রক্ষা করার জন্য এবং সবগুলো ঘুটির খোঁজ জানার জন্য রাশিয়া চলে যায়। সেখানে অ্যাবিস ক্যাথরিন দি গ্রেট এর কাছে ছিল।

আলজিয়ার্স এ পৌঁছার পর ক্যাথরিন মিনি রেনসেল এর সাথে দেখা করে এবং ঘুটিগুলো কোথায় লুকানো আছে তা জেনে নেয়। শেষ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে লিলি আর ক্যাথরিন ঘুটি গুলো উদ্ধার করে নিয়ে আসে। নিউইয়র্কে আসার পর ক্যাথরিন বুঝতে পারে মিনি রেনসেলই ছিলেন সেই মহিলা গনক এবং তিনি হলেন মন্তগ্লেইন অ্যাবিস এর সেই নান মিরিয়ে। সেই সিক্রেট ফর্মুলা তাকে এত বছর বাঁচিয়ে রেখেছে। সবশেষে, তারা সিদ্ধান্ত নেয় এগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে যাত পৃথিবীতে শান্তি আসে।

বই যেহেতু আমাদের মনের খোরাক জোগায়, তাই বই পড়া প্রতিটি মানুষের উচিত। আর দ্যা এইট এর মত থ্রিলার বই পড়লে আপনি এক নিঃশ্বাসে বইটি শেষ করতে পারবেন। আশা করি থ্রিলার প্রেমীদের কাছে এই বইটি উপভোগ্য হবে। তাই যারা এখনো এই বইটি করেননি তারা অবশ্যই অবশ্যই পড়ে নেবেন। তার জন্য আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে। বই পড়ুন। বই প্রিয়জনকে উপহার দিন।

Exit mobile version