Site icon Book PDF Down.com

দ্য গোস্ট কিংস PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

দ্য গোস্ট কিংস PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক হলেন হেনরি রাইডার হ্যাগার্ড। ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুঃসাহসিক ও রোমাঞ্চকর উপন্যাসের স্রষ্টা হলেন তিনি। তার রচিত সবগুলো উপন্যাস সবার কাছে অধিক জনপ্রিয় ও সমাদৃত। তার লেখায় সব সময় বাস্তব ভিত্তিক কিছু ঘটনার ছটা পাওয়া যায়। পাঠকেরা হেনরি রাইডার এর বই পড়ে অনেক অজানা তথ্য সম্পর্কে অবগত হতে পারে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে “দ্য গোস্ট কিংস” উল্লেখযোগ্য।

তার লেখায় তিনি সুস্পষ্টভাবে বাস্তব ঘটনার সাথে কাল্পনিক চরিত্রের মেলবন্ধন তৈরি করে। তিনি খুব অল্প বয়স থেকেই সংগ্রাম করে বড় হয়েছেন। আবার খুব তাড়াতাড়ি তিনি পাঠকদের মন জয় করে নিয়েছেন। তার লেখা সবগুলো উপন্যাস সবার কাছে অধিক প্রিয়। তিনি তার ভাইয়ের সাথে বাজি ধরে উপন্যাস লিখতে শুরু করেন। তাঁর উপন্যাসে বেশিরভাগ সময় আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রদেশের অনেক অজানা তথ্যের সন্ধান তিনি দিয়ে থাকেন। তার লেখা পড়ে অনেক মানুষ আফ্রিকা মহাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে।

“দ্য গোস্ট কিংস” হেনরি রাইডার হ্যাগার্ড-এর একটি রহস্য, গোয়েন্দা, ভৌতিক ও অ্যাডভেঞ্চারমূলক উপন্যাস। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। প্রথম প্রকাশিত হয় 2016 সালে। উপন্যাসটি প্রকাশ করে সেবা প্রকাশনী। এই বইটিকে বাংলায় অনুবাদ করে বাঙালি পাঠকদের বোধগম্য করে তুলেছেন সাইফুল আরেফিন অপু। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 424 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 128 টাকা। আপনারা যারা বইটি পড়তে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজ উপায় ডাউনলোড করে পড়তে পারবেন।

কাহিনী সংক্ষেপ

ধর্ম প্রচারের জন্য ডাভ পরিবার ইংল্যান্ড থেকে সুদূর আফ্রিকার বন্য জনপদে আসে। এই পরিবারের প্রধান কর্তা ছিল মিটার ডাভ। তার ইচ্ছাতেই মূলত ইংল্যান্ডের শহরের পরিবেশ ছেড়ে প্রতিকূল পরিবেশের মধ্যে আসা। তারা আসার সময় তেমন কিছুই নিয়ে আসেনি। শুধু নিয়ে এসেছে অতীতের কিছু সুখকর স্মৃতি। তারা চাইলেই পারত ইংল্যান্ডেই ধর্ম প্রচারের কাজ চালিয়ে যেতে। কিন্তু তারা কেন এখানে আসলো? এই প্রশ্নটার উত্তর পেতে হলে বইটি পড়তে হবে।

মিস্টার ডাভ ও মিসেস ডাভের সন্তান হল রেচেল। সম্প্রতি তাদের পরিবারে আরো একজন নতুন সদস্য জন্ম নিয়েছে যেটা হলো রেচেলের ভাই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো সেই ছোট্ট ভাইটি জন্ম নেয়ার কিছুদিন পরেই মারা যায়। এটাই হলো ডাভ পরিবারের একমাত্র সমস্যা। তাদের পরিবারে কোন সদ্যজাত সন্তান জন্ম নিলেও কিছুদিনের মধ্যেই সে মারা যায়।

শুধুমাত্র একটি ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। শুধুমাত্র এই পরিবারে রেচেল বেঁচে যায়। তাহলে কি রেচেল সবার থেকে আলাদা? নাকি তাদের পরিবারে কোন অদৃশ্য অভিশাপ লেগেছে? যৌবনের শুরুতে রেজাল্ট দেখা হয় রিচার্ডের সাথে। একদিন এক ঝড়ের মুখে পড়ে রেচেল। সেদিন মরতে মরতে বেঁচে যায়। সেই ঝড়ের মুখ থেকে বাঁচায় রিচার্ড। এ ঘটনার পর থেকে আফ্রিকার আদিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে রেচেল হল স্বর্গীয় কন্যা।

জুলুদের কাছ থেকে স্বর্গীয় কন্যা উপাধি পাওয়ার পর জুলুর রাজা দিলপান তাদের রাজ্যে নিয়ে যেতে চায় রেচেলকে। জুলু দের নিয়ে একটি কথা সবাই জানে। এটা হল জুলুরা বর্বরতার দিক দিয়ে সবার শীর্ষে। কিন্তু জুলুদের কাছে যদি রেচেল না যায় তাহলে তার পরিবারে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। শেষ পর্যন্ত কি হয় জানতে হলে অবশ্যই একবার হলেও বইটা পড়ে দেখবেন? দুঃসাহসিক ও অ্যাডভেঞ্চারাস এই গল্পটা না পড়লে অনেক কিছু অজানাই থেকে যাবে। তাই একবার হলেও গল্পটা পড়ুন।আশা করি অনেক ভালো লাগবে।

Exit mobile version