Site icon Book PDF Down.com

দ্য সেভেনথ স্ক্রোল PDF Download উইলবার স্মিথ/মখদুম আহমেদ

দ্য সেভেনথ স্ক্রোল PDF Download উইলবার স্মিথ/মখদুম আহমেদ

‘দ্য সেভেনথ স্ক্রোল’ উপন্যাসটির রচয়িতা হলেন ‘উইলবার স্মিথ’। উইলবার স্মিথ একজন দক্ষিণ আফ্রিকান ঔপন্যাসিক, যিনি কিনা ইতিহাসের ওপর ভিত্তি করে বিভিন্ন রকম কাল্পনিক উপন্যাস তৈরি করে থাকেন। প্রথমে পেশাজীবন শুরু করেছিলেন একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে, কিন্তু প্রথম বই ‘হোয়েন দ্য লায়ন ফিডস’ প্রকাশের পর আকাশ্চুম্বী সফলতা দেখার পর থেকে নিজেকে একজন পুরোদস্তুর ঔপন্যাসিক হিসেবে তৈরি করে ফেলেন।

উইলবার স্মিথ এ পর্যন্ত যে কয়টি বই লিখেছেন প্রত্যেকটিই বেশ ব্যবসা সফল। অন্যন্য ধরণের গল্প, সাদামাটা গল্প বলার ধরণ, বাস্তবিক বর্ণনা সবকিছু মিলে তার লেখাগুলো পাঠকদের কাছে খুব জনপ্রিয়। তাই তো এই লেখকের প্রায় প্রত্যেকটি বই অনূদিত হয়েছে বিভিন্ন ভাষায়।

লেখকের অন্যান্য সকল বইয়ের মত ‘দ্য সেভেনথ স্ক্রোল’ বইটিও অনূদিত হয়েছে বাংলা ভাষায় আর আমাদের দেশে বইটির প্রকাশনা সংস্থা হলো ‘রোদেলা প্রকাশনী’ এবং অনুবাদ করেছেন ‘মখদুম আহমেদ’। উপন্যাসটির মূল পটভূমি গড়ে উঠেছে নিকোলাস কুয়েন্টন হার্পার আর ড. রোয়ান সিমাকে কেন্দ্র করে।

তারা দুজন মিশরের প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে খুঁজে পান টানুসের কবর। টানুসকে সে সকল পাঠক চিনতে পারবেন যারা লেখকের আগের বই ‘দ্য রিভার গড’ পড়েছেন। দুয়ারিদ আল সিমা এবং তার স্ত্রী রোয়ান আল সিমা লস্ট্রিসের কবর থেকে সাতটি স্ক্রোল উদ্ধার করেন এবং সেগুলোর মাঝে থাকা গোপন তথ্য উদঘাটন করেন।

কিন্তু এরই মাঝে তাদের উপর কে বা কারা আক্রমণ করেন এবং দুয়ারিদকে হত্যা করে, রোয়ান কোন মতে নিজের প্রাণ রক্ষা করে পালিয়ে আসে। এরপর রোয়ান ইংল্যান্ডে এসে দুয়ারিদের একজন পুরোনো বন্ধু নিকোলাসকে খুঁজে বের করে এবং তাকে ফারাও মামোসার গুপ্তধনের সম্পর্কে অবগত করে এবং দুয়ারিদ ও রোয়ানের ওপর হওয়া হামলার কথা বলে।

এরপর তারা দুজন মিলে ইথিওপিয়ায় যায় এবং হারানো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো খোঁজার চেষ্টা করতে থাকে। একে অপরের সাথে সময় কাটানোর মধ্য দিয়ে দুজন রোয়ান ও নিকোলাস দুজনের প্রেমে পরে যায়। এরই মাঝে তারা দুজন টানুসের কবরের অবস্থান জানতে পারে এবং সে জায়গা যাবার জন্য মনস্থির করে কিন্তু আবার তাদের দুজনের ওপর ও হামলা হয়।

এবার তারা জানতে পারে তাদের উপর হামলা করেছে পেগাসাস নামক এক গ্রুপ এবং এই গ্রুপ পরিচালনা করেন একজন জার্মান প্রত্নতত্ত্ব সংগ্রাহক, যিনি কিনা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের জন্য যে কোন কিছু করে বসতে পারেন। এতোসব প্রতিকূলতা কাটিয়েও কী নিকোলাস ও রোয়ান তাদের অনুসন্ধান শেষ করতে পারবে?

তারা কী পারবে তাদের কাঙ্ক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হাতে পেতে? জানতে হলে পড়তে হবে বইটি। অসাধারণ একটি উপন্যাস। প্রত্যেক পৃষ্ঠায় যেন টানটান উত্তেজনা। পড়তে শুরু করলে সময় গড়িয়ে যায় বোঝা মুশকিল।

Exit mobile version