Site icon Book PDF Down.com

তোমাদের এই নগরে PDF Download হুমায়ূন আহমেদ

তোমাদের এই নগরে PDF Download হুমায়ূন আহমেদ

‘তোমাদের এই নগরে’ হিমু সিরিজের একটি অসাধারণ বই। বইটি লিখেছেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। এই উপন্যাসটি হিমু সিরিজের ১০তম বই। উপন্যাসটি প্রকাশিত হয় ২০০০ সালে বইমেলায়। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫টি। বইটি শক্ত মলাটে ছাপা হয়েছে। তোমাদের এই নগরে বইটির পূর্ববর্তী বই ‘একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা’ এবং পরবর্তী বই ‘ চলে যায় বসন্তের দিন ‘।

তোমাদের এই নগরে উপন্যাসটির মূল কাহিনী

‘তোমাদের এই নগরে’ উপন্যাসটির মূল কাহিনী শুরু হয় হিমু ও জয়নাল নামের একটি লোককে নিয়ে। ২১ বছর ধরে জয়নাল ঘুমাতে পারে না। প্রায়ই রাতেই সে হিমুর কাছে আসে তার মেসে। জয়নালের নিদ্রাহীনতার সমাধানের জন্য হিমু তাকে পরামর্শ দেয় কিন্তু তাতে তেমন কাজ হয় না। প্রতি রাতে সে হিমুর ঘরে সহজেই আসতে পারে কারণ হিমু দরজা খোলা রেখে ঘুমায়। জয়নালের সাথে প্রায় প্রতি রাতেই হিমু সঙ্গ দেয়।

হিমুর ফরিদা খালা হিমুকে নিয়ে সবসময় গর্ব করেন। তিনি কোন সমস্যায় পড়লেই হিমুকে ডাকেন। এইবার ও তিনি হিমুকে ডেকেছেন। ফরিদা খালার এক দূর সম্পর্কের আত্মীয় আশা। আশা নিউজার্সি থেকে এসেছে বাংলাদেশ ঘুরে দেখবে বলে। বাংলাদেশ ঘুরে বেড়িয়ে সে তার উপর একটা বই লিখতে চায়। আর তাই ফরিদা খালা আশাকে বাংলাদেশ ঘুরে বেড়িয়ে দেখানোর দায়িত্ব হিমুকে দেন।

প্রথম দিন হিমু আশাকে নিয়ে যায় গুলিস্তান এলাকায়। সেখানে গিয়ে হিমু আশাকে শশা খাওয়ানোর দৃশ্য দেখায়। সেখানে আশা দেখে একজন মানুষ শশা খাচ্ছে আর আশেপাশে কিছু ক্ষুদার্থ মানুষ তার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আশা দেখে দৃশটা অনেক বেদনাদায়ক।

মেস ম্যানেজার আজমল হোসেনকে পুলিশ পুলিশ হাজতে নিয়ে যায় চুরির অপবাদে। হিমু তাকে হাজতে দেখা করতে যায়। হাজতে যেয়ে হিমুর থানার ওসির সাথে পরিচয় হয়। তারপর হিমু মেস ম্যানেজারকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু থানার ওসি তাকে সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখে। এই উপন্যাসে রুপার উপস্থিতি লক্ষ করা যায়। কিন্তু সে অসুস্থ থাকায় তেমনভাবে তাকে পাওয়া যায় না।

হঠাৎ করেই জয়নাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। জয়নালের মেয়ে ছোট অবস্থায় তার স্ত্রী তাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়। এরপর থেকেই জয়নাল অসুস্থ হয়ে যায়। হাসপাতালে থেকে জয়নাল হিমুকে তার মেয়েকে দেখার আকুতি জানায়। সে হিমুকে জানায় একটি বার তার মেয়ের মুখ দেখতে চায়। হিমু তাকে বলে মেয়েকে তার কাছে নিয়ে আসবে। তারপর হিমু আশাকে ব্যাপারটা জানায়।

হিমু আশাকে বলে জয়নালের মেয়ে হিসেবে অভিনয় করতে। প্রথমে আশা না করলেও পরে ঠিকই হাসপাতালে দেখা করতে যায়। দুজনের মিলন মূহুর্ত দেখে সকলের চোখে পানি চলে আসে। জয়নালও মেয়ের সাথে দেখা হওয়ার আত্মতৃপ্তি পায়। তার মৃত্যুর আগে মেয়েকে দেখতে পায় বলেই সবাই শান্তি পায় জয়নালের সাথে। এইসব দেখে ওসি সাহেবের চোখে পানি চলে আসে।

অসাধারণ এই উপন্যাসটি পড়লে সকলেই অনেক তৃপ্তি পাবেন। আমাদের ওয়েবসাইট থেকে বইটি free pdf download করে পড়তে পারবেন। যারা বইটি এখনো পড়েননি তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আজই পড়ে ফেলুন।

তোমাদের এই নগরে PDF

Exit mobile version