Site icon Book PDF Down.com

তোমাকে PDF Download হুমায়ূন আহমেদ

তোমাকে PDF Download হুমায়ূন আহমেদ

বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত অসাধারণ একটি রোমান্টিক উপন্যাস হল ‘ তোমাকে ‘। এটি হুমায়ুন আহমেদের সবগুলো উপন্যাসের মধ্যে অন্যতম একটি উপন্যাস। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে ১৯৯৫ সালে ১৫ই জুন। এটির আবার ২০ তম সংস্করণ হয়েছে ২০১৫ সালে। বইটি প্রকাশ করেছে অনন্যা পাবলিকেশন। বইটি হার্ডকাভারে ছাপা হয়েছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যাঃ৭২ টি। বইটির বাংলাদেশী মুদ্রিত মূল্যঃ ১৫০ টাকা। বইটির অনলাইন পিডিএফ সাইজঃ০৫ এমবি।

‘তোমাকে’ এই উপন্যাসের কাহিনির সাথে নামের কোন মিল নেই। বইটি হুমায়ুন রচিত আর সবগুলো বইয়ের মতোই অসাধারণ একটি বই। চমৎকার এই বইটি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রী পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন। অসাধারণ রোমান্টিক গল্পেট এই বইটি যারা এখনো পড়েননি তারা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আজই বইটি পড়ে নিন।

তোমাকে উপন্যাসের মূল কাহিনী

মূলত গল্পের কেন্দ্রীয় চরিত্র হল নীলু, বিলু আর সেতারা নামের তিন বোন। উত্তর দিঘি নামক একটি বাড়িতে তারা বাবা মায়ের সাথে বসবাস করে। নীলু আা বিলু দুই জমজ বোন। তাদের তুজনের চেহারা প্রায় একই রকম দেখতে। মাঝে মাঝে তাদের বাবা মাও তাদের দুজনকে চিনতে ভুল করে। দুজনের চেহারা এক রকম হলেও তাদের দুজনের স্বভাব দুই রকম। নীলু হল চন্ঞ্চল প্রকৃতির মেয়ে। সে হল ফাকিবাজ আর পড়াশোনায় অমনোযোগী একটি মেয়ে। কিন্তু বিলু তার একদম উল্টো। সে খুব শান্ত স্বভাবের আর একদম চুপচাপ একটি মেয়ে। সে বেশিরভাগ সময় চুপচাপই থাকো তবে গানের মধ্যে তার অসম্ভব নেশা রয়েছে।

এই উপন্যাসটি মূলত একটি কষ্টের উপন্যাস। মূলত তিন বোনের কষ্ট করে বেড়ে উঠার কাহিনী উপন্যাসে রচিত হয়েছে। তারা তিন বোন একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। হঠাৎ করে তাদের পরিবারে নেমে আসে ভয়াবহ এক অশান্তি। তার মা অন্য এক লোকের হাত ধরে পালিয়ে যায়। মা ছাড়া একটি পরিবারের আর বাচ্চাদের কি কষ্ট হয় সেই কাহিনি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের মা চলে যাওয়ার পর তাদের বাবা আর বিয়ে করে না। তিনি একাই তার মেয়েদের মানুষ করেন। মা ছাড়া যদিও তারা অসহায় হয়ে পড়ে কিন্তু এইভাবেই তাদের দিন কেটে যেতে থাকে। উপন্যাসের পুরোটা জুড়েই সাধারণত বিলুর উপস্থিতি লক্ষ্য করা যায়।

নাজমুল সাহেব নামের একটি লোক নীলুদের বাসায় প্রায় ১৫ বছর যাবত ভাড়া থাকেন। এতোদিন থাকার ফলে তাদের পরিবারের একটা অংশ হিসেবে ধরা যায় তাকে। তিনি নীলুদের তিন বোনকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তিনি একজন বিপত্নীক লোক যদিও তার একটা মেয়ে আছে। সেও বিদেশে থাকে তাই তিনি একাই থাকেন এখানে। নীলুর মা নাজমুল সাহেবকে সহ্যই করতে পারেন না। তিনি মনে করেন নাজমুল সাহেব একটা ভাড় প্রকৃতির মানুষ। নীলুদের আবার এই ভাড় চাচাকেই বেশ পছন্দ।

নীলুর অংকের প্রভাষক আবার তাকে খুব পছন্দ করেন। কিন্তু তিনি নীলু আর বিলুর মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন। তাদের বাসায় প্রণব বসু নামের একজন ম্যানেজার আসেন। নীলু মোটেই তাকে পছন্দ করে না। কিন্তু কেনো করে না সেই রহস্য উন্মোচন হয় তাদের যখন সাত বছর বয়স। একই শহরে থেকেও তিন বোন তিন জায়গায় বড়ো হচ্ছে। কি সেই রহস্য জানতে হলে পড়তে হবে হুমায়ুন আহমেদের চমৎকার উপন্যাস ‘ তোমাকে’।

তোমাকে PDF

Exit mobile version