Site icon Book PDF Down.com

তোমার নামে সন্ধ্যা নামে PDF Download সাদাত হোসাইন

তোমার নামে সন্ধ্যা নামে PDF Download সাদাত হোসাইন

তোমার নামে সন্ধ্যা নামে PDF Download সাদাত হোসাইন. ২০২১ সালে সদ্য প্রকাশিত হয়েছে সাদাত হোসাইন এর একটি অন্যতম রোমান্টিক বই তোমার নামে সন্ধ্যা নামে। আপনারা যারা তোমার নামে সন্ধ্যা নামে বইটি পিডিএফ ফাইল আকারে পেতে চান তারা আমাদের ওয়েবসাইটে নিচে গিয়ে দেখুন। আমাদের ওয়েবসাইটে আপনারা খুব সহজেই সে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বইটির সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বইটি সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন।

 

তোমার নামে সন্ধ্যা নামে বইটি সাদাত হোসাইন ২০২১ সালে বইমেলায় প্রকাশিত করেছেন। এ বইটি অনেক অনলাইন প্রতিষ্ঠান থেকে ক্রয় করা যাবে। বইটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে পাঁচশত টাকা। তোমার নামে সন্ধ্যা নামে বইটি অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। পাঠকের চাহিদার দিকে লক্ষ্য রেখে বইটি চারটি রঙের প্রচ্ছদে প্রকাশিত হয়েছে।

প্রচ্ছদ গুলো অবশ্য এক কিন্তু রং ভিন্ন ভিন্ন। কয়েকদিনের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি যে নীল রঙের প্রচ্ছদ ওয়ালা বইটি বেশি জনপ্রিয় হয়েছে। তোমার নামে সন্ধ্যা নামে বইটিতে ২২৪ পেজ রয়েছে। এ বইটি একটি রোমান্টিক উপন্যাস। পুরোপুরি রোমান্টিকতার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বইটির একটি অনন্য বৈশিষ্ট্য হলো বইটি হার্ডকভার এ কভারের ছাপানো হয়েছে।

 

বর্তমান সময়ের একজন প্রতিভাবান এবং সমালোচিত লেখক সাদাত হোসাইন। তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। যদি মোটের উপর তাকে বিশ্লেষণ করতে চাই তাহলে তিনি একজন প্রতিভাবান লেখক। তাঁর লেখার ধারার যদি আরেকটু উন্নতি করা যায় তাহলে তিনি বাংলা সাহিত্যে যুগান্তকারী ভূমিকা রাখবে।

তবে বর্তমান সময়ের সমালোচিত লেখক সাদাত হোসাইন অনেকের মত যে তিনি নাকি কপি করে লিখেন। আসলে এখানে বিষয়টা অন্যরকম। কপি আর অনুকরণ করা এক কথা নয়। কপি হলো হুবহু তুলে দেওয়া। আর অনুকরণ মানে অন্যের গল্প এর প্লটে এর বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে নিজের মতো করে কোন লেখাকে সম্প্রসারিত করা। সাদাত হোসাইন তার লেখার বলে হুমায়ূন আহমেদ পুরস্কার এবং এক্সিম ব্যাংক পুরস্কার প্রাপ্ত হয়েছেন সম্প্রতিকালে।

 

গল্পের শুরুটা হয়েছে একটি নাটকের শুটিং এর ভেতর দিয়ে। লেখক এর কাহিনী বর্ণনায় মনে হয়েছে যে প্রথম অংশটি হয়তো বাস্তবে করতে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটি একটি শুটিংয়ে অংশ। যখন পরিচালক “কাট” কথাটি উচ্চারণ করে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রয়েছে নদী নামে একটি চরিত্র। যেহেতু এটি একটি রোমান্টিক উপন্যাস সেহেতু পুরো বই জুড়েই রয়েছে রোমান্টিকতা। উপন্যাসটির নাম এর সাথে মিল রয়েছে। যে তোমার নামে সন্ধ্যা নামে।

এখানে তোমার নাম বলতে নদীর নাম বোঝানো হয়েছে এবং সন্ধ্যার সঙ্গে নদীর তুলনা করা হয়েছে। গল্প শুরু পরদিন নদী যখন বাসা থেকে বের হয় তখন সে লক্ষ্য করে তার বাসার সামনে যেখানে গলি রয়েছে সেখানে পাশে একটি চিত্র আঁকা এবং সে চিত্রটি সুন্দরভাবে আঁকানো হয়েছে। যে চিত্রটি আঁকানো হয়েছে সে চিত্রটি অবশ্য নদী।

তাই নদী পরেরদিন কাজে যেতে পারে না। এভাবেই ঘটনা চলতে থাকে। যে তাকে কে এভাবে চিত্রায়িত করলো? একসময় যে চিত্রশিল্পী নদীর ছবিটা এঁকেছে সে ধীরে ধীরে নদী কে ইমপ্রেস করার চেষ্টা করে। নদীর বাড়িতে নদীর আঁকানো ছবি পাঠাতে থাকে। যেহেতু নদী চিত্রশিল্পী খুঁজে পায়না, সেহেতু পরবর্তীতে সে কোনো কাজে মনোযোগ দিতে পারেনা। পরে চিত্রশিল্পী সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু চিত্রশিল্পী তার যোগাযোগের উত্তর দেয় না।

এজন্য নদী দুশ্চিন্তায় ভুগতে থাকে। যে কে তার সাথে এমন টা করছে। ঘটনাক্রমে একসময় নদী জানতে পারে যে ছেলেটি সজল। পরে ছেলেটির সাথে আস্তে আস্তে যোগাযোগ হতে থাকে । সজল অবশ্য নদীকে কোন একটা মূল্যের কথা জানান। নদী হয়তো ভাবে তার আঁকানো ছবি মূল্য হচ্ছে। কিন্তু বোঝাতে চেয়েছে অন্য একটি মূল্য। যে মূল্যের অর্থ ভালোবাসা। এভাবেই উপন্যাসটি একসময় শেষ হয়ে যায় এবং রোমান্টিকতার মাধ্যমে উপন্যাসটি শেষ হয়।

বর্তমান সময়ে নতুন একটি বই খুব তাড়াতাড়ি পিডিএফ ফাইল আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ বই প্রকাশের কমপক্ষে দুই বছর পরে সে বইটিকে পিডিএফ ফাইল করার অনুমতি প্রদান করা হয়। সেহেতু বইটি বর্তমানে পিডিএফ ফাইল আকারে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছেনা। গ্রন্থস্বত্ব অধিকারের কারণে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওয়েবসাইটে তোমার নামে সন্ধ্যা নামে বইটির পিডিএফ ফাইল প্রকাশ করব।

Exit mobile version