Site icon Book PDF Down.com

উজানে মৃত্যু PDF Download সৈয়দ ওয়ালীউল্লাহ

উজানে মৃত্যু PDF Download সৈয়দ ওয়ালীউল্লাহ

আপনি যদি সৈয়দ ওয়ালীউল্লাহর লেখার সঙ্গে পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই উজানে মৃত্যু নাটকটি পাঠ করবেন। এই নাটকটি আপনারা বিভিন্ন দোকানে কিনতে পাবেন অথবা অনলাইন থেকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। সেজন্য আমাদের ওয়েবসাইটে সৈয়দ ওয়ালীউল্লাহর উজানে মৃত্যু নাটকটি পিডিএফ ফাইল ডাউনলোড করার ব্যবস্থা করেছি। আপনারা যারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চান তারা আমাদের ওয়েবসাইটে নিচের দিকে চলে যান এবং সেখান থেকে খুব সহজ উপায়ে এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিন।

উজানে মৃত্যু নাটকটি নুসরাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তাছাড়া আপনারা সৈয়দ ওয়ালীউল্লাহ সমগ্রতে নাটকটি পেয়ে যাবেন। উজানে মৃত্যু বইটি নুসরাত প্রকাশনী থেকে প্রকাশিত হওয়ার ফলে এ বইটির পৃষ্ঠা সংখ্যা 61 টি। বর্তমানে বাজারে পৌঁছে মুদ্রিত মূল্য একশত টাকা। এটি সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কাজ। তাই উজানে মৃত্যু বইটিতে সৈয়দ ওয়ালীউল্লাহর তার শ্রেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ প্রথম থেকে লিখতে লিখতে শেষ পর্যায়ে এসে তার কাজ একজন পাঠকের মনে দাগ কেটে যাবে।

উজানে মৃত্যু বইটি একটি প্রতীকী বই। এই বইয়ে সরাসরি চরিত্র ব্যবহার না করে লেখক প্রতিকী চরিত্র ব্যবহার করেছেন। এই বইটিতে নৌকা বাহক, সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এবং কালো পোশাক পরিহিত এক ব্যক্তি রয়েছে। নাটকের মূল অথবা কেন্দ্রীয় চরিত্র হলো নৌকা বাহক। যার জীবনের প্রতি কোন ধরনের আশা-আকাঙ্ক্ষা নেই এবং যার জীবন ছুটে চলেছে ঢেউয়ের ঠিক উল্টোদিকে। আর এভাবেই লেখকের প্রতি সংলাপের ভেতর দিয়ে প্রধান চরিত্রের উজানে মৃত্যু খুব সুন্দর ভাবে চিত্রায়িত করেছেন।

উজানে মৃত্যু বইটিতে নৌকা বাহক মঞ্চে উপস্থিত হয় তার হাঁপানি রোগী হাঁপাতে হাঁপাতে। সে জীবন পর্যায়ে তার দুই সন্তানকে হারিয়েছে। পরবর্তীতে স্ত্রী এবং একটি ছোট সন্তান কে হারিয়েছে। জীবন সম্পর্কে তার চাওয়া পাওয়া ক্ষীণ হয়ে গেছে। জীবনের যে ভালোলাগা এবং সুখের অনুভূতি তা তার জীবনে অনুপস্থিত। তাই কেন্দ্রীয় চরিত্র চলেছে অনন্তের পথে। যে পথ এর কোনো শেষ নেই। কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নৌকা বাহক আশেপাশের পরিচিত গ্রাম গ্রাম গুলো দেখে বারবার বলে যে গ্রামগুলো তার নাকি খুবই পরিচিত। কিন্তু তার সাথে সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলে যে এই গ্রাম তার পরিচিত।

নাটকের মাঠ পর্যায়ে উপস্থিত হয় কালো পোশাক পরিহিত এক ব্যক্তি। তাদের মধ্যে নৌকা বাহক সম্পর্কে কথোপকথন চলতে থাকে। প্রকৃতপক্ষে এই নাটকে সাদা পোশাক পরিহিত ব্যক্তি নৌকা বাহকের বাল্যকালের বন্ধু ছিলেন। নৌকা বাহককে বারবার জীবনের প্রতি ফিরে আসতে বললেও নৌকা বাহক পুনরায় জীবনে ফিরে আসতে নারাজ। ঠিক সে জন্য স্রোতের উল্টো দিকে ভেসে চলতে আগ্রহী তিনি। তার মতে এভাবে চলতে চলতে জীবনের যবনিকা একসময় শেষ হবে।

এই বইটির পৃষ্ঠা সংখ্যা খুব কম হলেও গভীর জীবনবোধ বইটিতে পাওয়া যায়। বইটি এপার্ট করতে হলে অবশ্যই গভীর মনোযোগ দিয়ে বইটির মূল বিষয়টি ধরার চেষ্টা করতে হবে। তাছাড়া ভাসাভাসা ভাবে পড়লে এ বইটির কোন অর্থ একজন পাঠক উদ্ধার করতে পারবে না এবং বইটির যে সাহিত্যরস তা উপভোগ করতে পারবে না। তাই সকলকে বলব এই বইটি আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে খুব মনোযোগ সহকারে যেন পাঠ করে।

উজানে মৃত্যু PDF

Exit mobile version