Site icon Book PDF Down.com

ভূত মন্ত্র PDF Download হুমায়ূন আহমেদ

ভূত মন্ত্র PDF Download হুমায়ূন আহমেদ

বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোটদের জন্য অসাধারণ একটি বই হল ‘ ভূত মন্ত্র ‘। এটি হুমায়ুন আহমেদের ছোটদের জন্য বইয়ের মধ্যে অন্যতম। বইটি প্রকাশিত হয়েছে ২০১০ সালে। বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ প্রকাশনী। বইটি হার্ডকাভারে ছাপা হয়েছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১৬ টি। বইটির বাংলাদেশী মুদ্রিত মূল্যঃ ১০০ টাকা। বইটির অনলাইন পিডিএফ সাইজ ০৩ এমবি।

‘ভূত মন্ত্র’ বইটি শিশু কিশোরদের জন্য রচিত একটি বই। হুমায়ুন আহমেদ সাহিত্য অঙ্গনে যেমন বড়োদের উপহার দিয়েছেন সব চমৎকার বই তেমনি ছোটদের জন্য লিখেছেন অসাধারণ সব মজার বই। এই ভূত মন্ত্র বইটিও অত্যন্ত চমৎকার ও মজার একটি বই। ছোট ছোট পাঠকরা বইটি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রী পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন। ছোট বন্ধুরা যারা এখনো বইটি পড়েনি তারা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আজই বইটি পড়ে ফেলুন।

ভূত মন্ত্র গল্পের মূল কাহিনী

এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল বাবলু নামের একটি ছোট ছেলে। যে তার বাবা মায়ের সাথে থাকে। যদিও তার বাবা মনসুর সাহেব বাবলুর আসল বাবা না। তার নিজের বাবা মারা যাওয়ার পর তার মা এই লোকটাকে বিয়ে করেছে। যদিও বাবা হিসেবে লোকটা মন্দ নয়। তাকে অনেক খেলনা আর খাওয়ার জিনিস কিনে দেও। তাকে আদর করে আবার শাসন করে পড়াশোনাও করায়। তবুও বাবলু ভাবে তার আসল বাবা থাকলে আরো বেশি মজা হতো।

বাবলুর মা আর বাবা ঠাকুরগাঁও এ বেড়াতে যাবে। বাবলু যেতে চাইলে তার বাবা না করে দেয়। তার বাবার পছন্দ না যে ছোটরা বড়োদের সাথে ঘুরতে যাক। বাবলুকে বলে সে যে এই সময় তার স্কুলের হোমওয়ার্ক শেষ করে। বাবলু বলে তার হোমওয়ার্ক করা শেষ। তখন তার বাবা বলে অংক বই নিয়ে আসতে। আর বলেন তিনি যে অংক গুলো দিয়েছেন সবগুলো করে রাখতে।

না করলে বাসায় এসে তার শাস্তি হবে। বাবলুর খুব মন খারাপ হয়ে যায়। সে বাসায় কাজের মেয়ের সাথে থাকে। তার খুব ঘুরতে যেতে ইচ্ছে করে কারণ সে কোথাও যেতে পারেনা। বাবলু লুকিয়ে লুকিয়ে কাঁদে যাতে তার মা দেখতে না পায়। দেখতে পেলে তার মা খুব কষ্ট পাবে।

এরপর সে তার বাবার দেওয়া অংকগুলো করতে বসে ভীষণ কঠিন অংকগুলো। এর মধ্যে কাজের মেয়ে দুধ রেখে গেছে। দুধ খেতে বাবলুর ভালো লাগে না, বমি আসে। তবুও খেতে হবে, না খেলে বুয়া বাবার কাছে নালিশ করবে। এরমধ্যে তার দরজায় টোকা পড়লো। বাবলু খুলে দিতেই দেখলো একটি বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরে দাড়িয়ে আছে। তাকে বললো চল বাবলু খেলতে যায়।

বাবলু অবাক হয়ে গেল তার কথা শুনে কারণ এতোটুকু ছেলে তাকে তুই করে বলছে। বাবলু বললো সে তার সাথে খেলবে না। তখন সে বললো গ্লাসের দুধ সে আইসক্রিম বানিয় দিতে পারবে মন্ত্র পড়ে। আর কি যেনো মন্ত্র পড়ে গ্লাসে ফু দিল কিন্তু দুধের গ্লাস যা ছিল তাই আছে। বাবলু তাই তাকে বিশ্বাস করলো না। সে বললো আমি ভূত রাজার ছেলে, ভূতদের সব মন্ত্র আমি জানি।

কঠিন অংক সহজ করার মন্ত্র আমি জানি। কিন্তু বাবলু তাকে বিশ্বাস না করে তাড়িয়ে দিল। কিছুক্ষণ পর বাবলু তাকিয়ে দেখলো দুধ আইসক্রিম হয়ে গেছে। তখন বাবলু অনেক খুঁজেও আর সে ছেলেকে পেলো না।

ভূত মন্ত্র PDF

Exit mobile version