আলেয়ার পিছে কাজী মাহবুব হোসেন pdf download

বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য লেখক হলেন কাজী মাহবুব হোসেন। তিনি তার গুরুত্বপূর্ণ সব লিখনের দ্বারা বাংলার সাহিত্য ভান্ডার কে অনেকাংশে সমৃদ্ধ করে রেখেছেন। তিনি তার লেখার পরশে পাঠকদের হৃদয়ে অত্যন্ত সুখকর মুহূর্ত সৃষ্টি করেছেন। তার লেখাগুলো এতটাই হৃদয় স্পর্শী যে কোন পাঠকই সেটা অর্ধেক পড়ে ফেলে রাখতে পারেন না। তার লেখাগুলো পড়ার মাধ্যমে জ্ঞানের উন্মেষ ঘটে। তিনি বরাবর পাঠকদের মন বোঝে তার লেখাগুলো প্রকাশ করেন যাতে সব পাঠকরাই খুব আনন্দের সহিত বইগুলো পড়তে পারে। তার বিখ্যাত সব লেখনীরর মধ্যে “আলেয়ার পিছে” অত্যন্ত জনপ্রিয় একটি থ্রিলার।

কাজী মাহবুব হোসেন পেশায় একজন সরকারি কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তারপর মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে আরো একটি ডিগ্রী লাভ করেন। তিনি তার পেশার পাশাপাশি সমানভাবে তার সাহিত্যিক কর্মকেও এগিয়ে নিয়েছেন। তিনি সরকারি একজন উচ্চতর কর্মকর্তা হওয়া সত্বেও তার প্রতিভাকে সে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তার রচিত বইগুলো সবার কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে। সে যতটা না তার কর্মক্ষেত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তার থেকেও অনেক বেশি তার লেখনীর মাধ্যমে অর্জন করেছেন।

“আলেয়ার পিছে” কাজী মাহবুব হোসেনের একটি জনপ্রিয় থ্রিলার। বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 2001 সালে। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এটি সেবা ওয়েস্টার্ন সিরিজ এর একটি বই। এই বইটি একটি ইংরেজি এর অনুবাদ, সেই বইটির নাম হল Westward the Tide by Louis L’Amour. বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 232 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 107 টাকা।

 

কেন্দ্রীয় চরিত্র:

এরফান,জেসাপ।

কাহিনী সংক্ষেপ:

এই থ্রিলারটি খুব অল্প সময়ের মধ্যে পাঠকদের অন্দরমহলে সাড়া ফেলে দিয়েছে। এই বইটি পড়ার মাধ্যমে পাঠকদের মনে এক টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে। দারুণ অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হয়েছে এই বইটি। চমকপ্রদ কিছু কাহিনী নিয়ে রচিত এই বইটি এখনো যারা পড়েননি তারা আর দেরি না করে পড়ে ফেলুন।

এরফান সাত বছর বয়সী একটি ছেলে। সে তার বাবাকে সব সময় সব কাজে সাহায্য করতে চায়। সে সব বিপদে বাবার পাশে থেকে সমস্যার মোকাবেলা করতে চায়। এক সময় সে একটা ছুরি আর একটা পানির বোতল সম্বল করে বিভিন্ন রকম বিপদের মোকাবিলা করে তিন বছর বয়সের মেয়ের সমস্ত ভার নিজের কাঁধে নেয়। তারপর তার বাবার সাথে মিলিত হয়ে এমন একটা এডভেঞ্চারের যায় যেটা তার মত বয়সে অন্য কারো পক্ষে সম্ভব নয়।

ডেডউড গালশে দ্বিতীয়বার সেই মেয়েটাকেই দেখে এরফান। সেই মেয়েটা কে দেখামাত্রই তার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওয়েস্ট ও তার বাবার সাথে সোনার খোঁজে বিগহর্নসে যাচ্ছে শুনে বিপদের গন্ধ পেয়ে কিছু নলোকের আপত্তি উপেক্ষা করে গায়ে পড়ে সে ওই ওয়াগন ট্রেইনে যোগ দিলো।

শুরু হয় তাদের অভিনব বিপদসংকুল যাত্রা। এই যাত্রা মোটেও তাদের কাছে শুভকর নয় তারা সেটা জানে। এই যাত্রাতে অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হয় তাদেরকে।

শেষ পর্যন্ত কী তারা তাদের যাত্রা সফল করে সুস্থ শরীরে বাসায় ফিরতে পেরেছিল? না কী অদৃশ্য কোন শক্তি তাদের মাঝপথে থামিয়ে দিয়েছিল? জানতে হলে অবশ্যই পুরো বইটা পড়তে হবে। টানটান উত্তেজনাপূর্ণ এই থ্রিলারটি না পড়ে থাকলে অনেক কিছুই অজানা থেকে যাবে। এই বইটি পড়তে লাগলে আমি কথা দিতে পারি কিছুটা সময় আপনি অন্য জগতে হারিয়ে যাবেন, বুঝতেই পারবেন না সময় কোন দিক দিয়ে প্রবাহিত হয়ে গেল। সুতরাং তাই আর দেরি না করে চটপট পড়ে ফেলুন এই অসাধারণ বইটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top