Site icon Book PDF Down.com

আয়েশামঙ্গল PDF Download আনিসুল হক

আয়েশামঙ্গল PDF Download আনিসুল হক

বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক আনিসুল হকের বিখ্যাত একটি উপন্যাস হলো “আয়েশামঙ্গল”। এটি তার ইতিহাস সংবলিত সমকালীন উপন্যাস। বইটি পড়লে আপনারা ইতিহাসের অনেক ঘটনা এবং সে সময়ের বাস্তব চিত্র কেমন ছিল সেটা বুঝতে পারবেন। আপনারা যারা আনিসুল হকের বই পড়তে অনেক পছন্দ করেন তাহলে তাদের বলব অবশ্যই “আয়েশামঙ্গল”এই বইটা পড়া উচিত। আপনাদের কাছে বইটি অসাধারন লাগবে।

আনিসুল হক সর্বদাই কাল্পনিক কিছু ঘটনা বা চরিত্রের মাধ্যমে বাস্তব জিনিস তুলে ধরার চেষ্টা করে।তিনি চোখে আঙ্গুল দিয়ে আমাদের বাস্তবটা ধরিয়ে দেন এবং বুঝতে শেখান। আপনাদের কাছে যদি এই বইটি হার্ডকপি না থেকে থাকে তাহলে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজ উপায় এবং বিনামূল্যে বইটি ডাউনলোড করে পড়ে ফেলুন। আমরা ছোটরা যারা আছি তাদের তো অবশ্যই এই বইটা পড়া উচিত।

“আয়েশামঙ্গল”একটি সমকালীন উপন্যাস। বইটিতে লেখক ইতিহাসের অনেক ঘটনা তুলে ধরেছেন। বইটি পড়লে আমাদের সেই সময়ের রাজনীতি কেমন ছিল সেটারও উত্তর পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 126 টি।বর্তমানে বাংলাদেশে বইটির মুদ্রিত মূল্য 176 টাকা। সম্প্রতি”আয়েশামঙ্গল” বইটির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে সেটার নাম হলো “দ্য ব্যালাড অফ আয়েশা”। ইংরেজি এই বইটি প্রকাশ করেন বিশ্বখ্যাত প্রকাশনী হারপার কলিন্স। আমার মতে আনিসুল হকের সেরা বই এটি। তাই যটফট করে এই বইটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলুন।

কাহিনী সংক্ষেপ

লেখক এখানে মূলত বাংলাদেশের স্বাধীনতার পরে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কিছুটা তুলে ধরেছেন। উপন্যাসটির নাম শুনেই বোঝা যাচ্ছে বইটি লেখা হয়েছে একটা মেয়ের জীবনযুদ্ধ নিয়ে। মেয়েটির নাম হলো আয়েশা। গ্রামের একজন সাধারণ প্রাইমারি স্কুলের হেডমাস্টারের মেয়ে আয়েশা। তার বয়স হল16 বছর। নবম শ্রেণীতে পড়া অবস্থায় কর্পোরাল জয়নাল আবেদীন এর সাথে তার বিয়ে হয়ে যায়।

প্রথমদিকে আয়েশা রাজি ছিল না কারণ সে পড়াশোনা করতে চাই কিন্তু তার বাবার জন্য শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আয়েশা ও জয়নালের সংসার শুরু হয় ঢাকায় জয়নাল কোয়াটারে। ভালোই চলছিল তাদের নতুন সংসার।সদ্য বাংলাদেশ স্বাধীন হওয়ায় অনেক সমস্যা লেগে থাকত। তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান ঘরে এল। আয়েশা তার ছেলের নাম রাখল ফখরুল আবেদীন। সেই সময়ে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় যা নিয়ে দেশ তোলপাড় হয়ে যাচ্ছে।

এরপর আসে তেশরা নভেম্বর অভ্যুত্থান,জিয়া বন্দি, কর্নেল তাহেরের ফাঁসি একের পর এক রাজনৈতিক আন্দোলন লেগেই ছিল।1977 সালের 2 অক্টোবর এক রহস্যময় ঘটনা ঘটে যায়। ঐদিন রাতে জয়নাল ঘুমিয়ে ছিল হঠাৎ করে তাকে তার অফিস থেকে ডাক পাঠানো হয়। সে ডিউটির নাম করে বেরিয়ে যায় পরে আর বারে ফিরে আসে না। আয়েশা তখন আবারো অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে শুরু হয় আয়েশার জীবন যুদ্ধ। জীবনে টিকে থাকতে হলে অনেক লড়াইয়ের সম্মুখীন হতে হয়।

তার স্বামী নিখোঁজ হওয়ায় তাদেরকে কোয়াটার ছেড়ে দিতে হয়।আয়েশা তার সন্তানদের নিয়ে গ্রামে থাকতে শুরু করেন। প্রায় প্রায় জয়নালের খোঁজ করতে আয়েশাকে ঢাকায় আসতে হয়। 20 বছর পরে এক পত্রিকা অফিস থেকে সেই রাতে কি হয়েছিল এবং জয়নাল কিভাবে নিখোঁজ হয়েছে সবকিছু জানার জন্য মানুষ আসে। এই উপন্যাসে এক বাঙ্গালী নারীর জীবনের টিকে থাকার লড়াইটাকে তুলে ধরেছেন।

শেষ পর্যন্ত কি আয়েশা জয়নালকে ছাড়াতে পেয়েছিল? জয়নাল কি আদৌ বেঁচে ছিল?আয়েশা কিভাবে তার দুই ছেলেকে মানুষ করল?এই সব কিছুর ব্যাখ্যা জানতে হলে বইটা পুরোটা শেষ করতে হবে। বইটা এতটাই অসাধারণ যে আপনি অর্ধেক করে রেখে দিতে পারবেন না পুরোটা শেষ করতে আপনি বাধ্য থাকবেন। এখানে লেখক আয়েশার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেছিলেন। বইটি আপনাদের অসাধারণ লাগবে। তাই সময় নষ্ট না করে বইটি একবার হলেও পড়ে দেখুন এবং এখনই আমাদের ওয়েবসাইট থেকে বইটি ডাউনলোড করে ফেলুন।

আয়েশামঙ্গল PDF

Exit mobile version