কাঁটাতারের বেড়া খন্দকার আলী আশরাফ pdf download

তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ সব লেখকদের মধ্যে খন্দকার আলী আশরাফ এক অন্যতম নাম। তিনি একাধারে যেমন জনপ্রিয় সব বই রচনা করেছেন তেমনি ভাবে পাঠকদের মন খুব তাড়াতাড়ি জয় করে নিয়েছেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার রচিত “কাঁটাতারের বেড়া” একটি উল্লেখযোগ্য রচনা।

কাঁটাতারের বেড়া খন্দকার আলী আশরাফের একটি অভিনব আবিষ্কার। বইটি ইংরেজি বই অনুকরণে লেখা হয়েছে সেটার নাম হলো Kiowa Trail by Louis L’Amour. বইটি প্রথম প্রকাশিত হয় সেবা প্রকাশনী থেকে। এটি ওয়েস্টার্ন সিরিজ এর একটি জনপ্রিয় বই।

যাদের সময় কাটানোর একমাত্র সঙ্গী বই ,তাদের জন্য আমাদের ওয়েবসাইট নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। আপনারা যারা হারিয়ে যাওয়া সেবা প্রকাশনীর বইগুলো পড়তে চান তারা খুব সহজ উপায় আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। সেবা প্রকাশনীর অনেক বই যেটা বর্তমান সময়ে মার্কেটে আর পাওয়া যায় না শুধুমাত্র সেসব পাঠকদের কথা চিন্তা করে আমরা ওই বইয়ের পিডিএফ ফাইল থাকি আমাদের ওয়েবসাইটে।

কাহিনী সংক্ষেপ:

 

আমি খুব অল্প কথার মাধ্যমে বইয়ের সার-সংক্ষেপ তুলে ধরব। বাকিটুকু আপনারা পরে জেনে নেবেন। এই গল্পের প্রধান চরিত্র হলো লিলিয়ান। 5000 গরুর ট্রেন নিয়ে শহরে এসেছে সিকিওর রাঞ্চের লিলিয়ান আর তার আউটফিট। শহরে সেই একটা মেয়েকে ভালো লেগে যায় তার লিলিয়ানের ভাই টেডের। কিন্তু সমস্যা হল মেয়ে উত্তর শহরের বাসিন্দা। যেখানে কিনা তাদের যাতায়াত এর বিধি নিষেধ আছে।

কিন্তু মজার বিষয় হলো যাদের কারণে শহরের অর্থনৈতিক চাকা সচল আছে তারা শহরের একটা অংশের যাতায়াত করতে পারবেনা। কিন্তু সকল বাধা অতিক্রম করে সবার নিষেধ উপেক্ষা করে মেয়েটার সাথে দেখা করতে চাই টেড। শেষ পর্যন্ত তাকে লাশ হয়ে ফিরে আসতে হলো। এই কারণে শোকে পাগল হয়ে যায় লিলিয়ান। ঠিক করল যে শহরের মানুষের জন্য তার ভাই খুন হয়েছে, সেই শহরের অস্তিত্ব বিলীন করে দিবে সে। শহরের চারপাশে কাঁটা তারের বেড়া লাগানো লিলিয়ান। ভাড়া করে আনল টেক্সাস থেকে পিস্তল। কিন্তু শহরের বিনা বাঁধায় মেনে নিবে তার নিজের শহরের মৃত্যু? জানতে হলে পুরো বইটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড পড়ে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top