Site icon Book PDF Down.com

ভালোবাসার তারুণ্য PDF Download সাজ্জাদ শরিফ

ভালোবাসার তারুণ্য PDF Download সাজ্জাদ শরিফ

যারা বয়সে তরুণ তাদের জন্য নতুন কিছু উদ্যমী লিখা দরকার। যার মাধ্যমে তরুণরা অনুপ্রাণিত হয়ে নিজের জীবনকে বদলানোর পাশাপাশি আশেপাশের পরিবেশ, এমনকি পৃথিবীকেও পরিবর্তন করতে সক্ষম হবে। তাই যারা তারুণ্যের শক্তিতে ভরপুর তারা অবশ্যই ভালোবাসা তারুণ্য বইটি পড়তে পারেন।

ভালোবাসার তারুণ্য বইটি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে ভালোবাসার তারুণ্য পিডিএফ আকারে দেওয়া আছে। ভালবাসার তারুণ্য বইটি ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইটের নিচে দেখুন।

ভালোবাসার তারুণ্য পিডিএফ ডাউনলোড

যাদের নিয়ে বইটি লেখা হয়েছে তাদের নাম গুলো দেয়া হলঃ- জোন অব আর্ক, ব্লেইজ প্যাসকেল, ভলদেমর্ট এমোডিস মোৎসার্ট, জন কিটস, এভারেস্ট গালুয়া, যা আর্তুর র্যাব, শ্রীনিবাস রামানুজন, উইলিয়াম লরেন্স, ফেদেরিকো গারসিয়া, অ্যানা ফ্রাঙ্ক, সুকান্ত ভট্টাচার্য, চে গুয়েভারা, প্যাট্রিস লুমুম্বা, মার্টিন লুথার কিং, জন লেনন, বব মারলে, মার্ক জাকারবার্গ ও মালালা ইউসুফজাই।

আমরা সকলেই জানি যে তারুণ্য মানেই নতুন কিছু সৃষ্টি করা। নতুন কিছু আবিষ্কার করা। কোন কিছুকে তীব্র আবেগ ভালোবাসার মধ্য দিয়ে অর্জন করার উদ্দেশ্যে নিজেকে উজাড় করে দেওয়া। আবার তারুণ্য বয়সে সকলের মধ্যে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে। তার পরেও এই বাধা-বিপত্তিকে খুব সহজেই উত্তরন করে ফেলে।

তরুণ্যের আসলে বয়সটা এমনই বয়সটা এমনই যে নতুন কিছু করতে হবেই, বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে হবে, এই দেশ ও দশের উপকার করতে হবে, এমনটাই মাথায় থাকে একজন তরুণের। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন কালে বহু তরুণ এসেছে।

যারা দেশে দেশে বিভিন্ন সময়ে তাদের অবদানের মাধ্যমে পৃথিবীতে পাল্টে দিয়েছে। এগিয়ে নিয়ে গেছে তাদের সভ্যতাকে। তাদের দিগন্ত বেড়েছে কল্পনাশক্তির। আবার এসব তরুণদের সকলেরই বয়স কিন্তু বেশী ছিলনা। তারা যা কিছু অর্জন করেছে তাদের তারুণ্যের মধ্যেই করেছে। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে অন্যের জীবনকে সফল কাম করতে চান তারা অবশ্যই এ বইটি পাঠ করুন।

তারুণ্যের সৃষ্টিশীলতায় পৃথিবীর সভ্যতা। এই বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে নানা ধরনের অপ্রত্যাশিত বাধা-বিপত্তি এসেছে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, বিপ্লব তরুণের নতুন প্রাণের সঞ্চার করেছে। তাদের নিজ কর্মগুণে মাধ্যমে পৃথিবীর এই বিপুল পরিবর্তনের পেছনে যে সকল তরুণের চিরতরে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, সৃষ্টিশীল কর্মের প্রতি তাদের নিয়েই বই।

প্রথমে যে সকল তরুণদের নিয়ে এই বইটি লেখা হয়েছে তাদের তথ্য প্রথম আলো ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে এই লেখাগুলো বই আকারে প্রকাশ করা হয়।

বইটি সম্পর্কে বললে অনেক বেশি বলা হয়ে যাবে। তবে সংক্ষিপ্ত কিছু কথা বলতে গিয়ে যদি বলতেই হয় তাহলে বলতে পারি যে মার্ক জাকারবার্গকে আমরা সকলে চিনি। তিনি আমাদের সামনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সকলের কাছে তুলে ধরেছেন।

তিনি যদি এই সৃষ্টিশীল কর্মের প্রতি যদি না আসতেন তাহলে হয়ত আমরা বর্তমান প্রজন্ম বিনোদন, যোগাযোগ এবং অন্যান্য বিষয়গুলো পেতাম না। তাই একজন তরুণ হিসেবে মার্ক জাকারবার্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণদের কাছে।

সুকান্ত ভট্টাচার্যকে আমরা সকলে চিনি। তিনি মাত্র ২১ বছরের জীবনে তিনি তারুণ্যকে তুলে ধরেছেন সকলের কাছে। তারুণ্য যে কি জিনিস তা শুধু তরুণেরাই জানে। এটি এমন একটি আত্মশক্তি যেটার মাধ্যমে সকল কিছু অর্জন করা যায়। আর তাই তেমনিভাবে সুকান্ত ভট্টাচার্য তার স্বল্প জীবনে তরুণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কবিতা লিখেছিলেন। দুর্ভাগ্যবশত এই কবি ২১ বছরের মাথায় যক্ষ্মারোগে মারা যান।

ভালোবাসার তারুণ্য PDF

ইংরেজি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জন কিটস। তিনি তার সাহিত্য জীবনে খুব একটা বেশি সময় পাননি। বেশিরভাগ কবিতায় প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। কিন্তু তার কবিতার যে মাধুর্য যে কি পরিমান তা বলার অপেক্ষা রাখে না। যেহেতু জন্ম অবস্থায় তার কবিতাকে মূল্যায়ন করা হয়নি পরবর্তীতে অনেক কবি তার লেখায় অনুপ্রাণিত হয়ে অনেক সুন্দর সুন্দর লেখা লিখেছেন।

ভালোবাসার তারুণ্য PDF

তার একটি উল্লেখযোগ্য লাইন “সত্য সুন্দর, সুন্দরই সত্য, এটুকু জানতে পারো এটুকু জানা জরুরী।” কিটস এর মত এমন সুন্দর কথা অন্য কোন লেখায় সাধারণত পাওয়া যায় না। তাই ভালোবাসার তারুণ্য বইটি পাঠ করে আপনারা সকলেই তরুণ প্রজন্মকে এগিয়ে দিতে সহায়তা করুন।

Exit mobile version