রক্তসাধনা মোশতাক আহমেদ PDF download

বাংলাদেশের সমসাময়িক যুগের স্বনামধন্য ও জনপ্রিয় লেখক হলেন মোশতাক আহমেদ। তিনি অনেক দিক দিয়ে বাংলার সাহিত্য ভান্ডার কে অনেকাংশেই সমৃদ্ধ করেছেন। তার নাম বাংলা সাহিত্য জগতের চিরকাল অমর হয়ে থাকবে। মানুষ তার কিডনির মাধ্যমে সবাইকে মনে রাখবেন তেমনি ভাবে পাঠকরা মোশতাক আহমেদ কে মনে রাখবে তার সুন্দর উপস্থাপনার কারণে। লেখক তার জনপ্রিয় সব উপন্যাস গুলোর মাধ্যমে পাঠকদের মন খুব সহজেই জয় করে নিয়েছেন অনেক আগেই। মানুষ বই পড়ার জন্য যেমন আনন্দ উপভোগ করে তেমনি বাস্তবতার অনেক ধারণাও লাভ করে। তাঁর রচিত অন্যান্য উপন্যাস গুলোর মধ্যে “রক্তসাধনা” অন্যতম।

সৃষ্টিকর্তা যখন মানুষকে পৃথিবীতে পাঠায় তার মধ্যে অনেকগুলো গুণাবলী দিয়েই পাঠায়, যেটার কারনে মানুষ চির স্মরনীয় হয়ে থাকে সারা জীবন। তেমনি আমাদের লেখক পেশায় একজন ডিআইজি হলেও তিনি লেখালেখি দ্বারা মানুষের মনে এক অন্যরকম জায়গার সৃষ্টি করেছেন। তিনি একাধারে ভ্রমণকাহিনী, থ্রিলার, রহস্য, ভৌতিক উপন্যাস, প্যারাসাইকোলজি উপন্যাস ও সাইন্স ফিকশন লিখে পাঠকদের মন জয় করে নিয়েছেন।

“রক্তসাধনা” মোশতাক আহমেদের একটি জনপ্রিয় অতিপ্রাকৃত ও ভৌতিক উপন্যাস। বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে 2018 সালে। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশনী। বইটির প্রচ্ছদ লিখেছেন নজরুল ইসলাম। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 128 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 171 টাকা।

 

কাহিনী সংক্ষেপ:

লেখক মোশতাক আহমেদ তার বই রচনা করেন সবার কথা ভেবে অর্থাৎ ছোটদের বই বলে যে, শুধু ছোটরা পড়বে তা নয় বড়রা পড়েও ঠিক সেরকমই আনন্দ পাবে। তার রচিত ভৌতিক উপন্যাস গুলো পড়লে মনের মধ্যে যেমন ভয় অনুভব হয় তেমনি বইয়ের শেষ দিকে এসে এক প্রশান্তি অনুভূত হয়। তাই আর দেরি না করে চলুন, মূল গল্পে আসা যাক।

প্রিয়া নামের একটি মেয়েকে দেখে মুগ্ধ হয়েছিল লিমন। একজন নারী যে এতটা সুন্দর কিভাবে হতে পারে সেটা লেমন ভাবতেই পারেনা। কিন্তু লিমন কোনভাবেই একটুও টের পায়নি প্রিয়ার মধ্যে কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা লুকিয়ে আছে। সে যখন অনেকদিন পর এই প্রিয়ার নিষ্ঠুরতার কথা জেনে যায় তখন তার অনেক দেরি হয়ে যায়। কারণ তখন প্রিয়া তাকে বশ করে ফেলেছে সৌন্দর্যের মোহে।

লিমন বারবার চেষ্টা করেও প্রিয়াকে এড়িয়ে যেতে পারছে না। বরং তাকে রক্ত সাধনায় অভ্যস্ত হতে বাধ্য করে ফেলেছে প্রিয়া। শুধু তাই নয় প্রিয়া লিমনকে এমনভাবে বস করেছে যে লিমন তার কথা শুনতে বাধ্য। প্রিয়া তাকে বাধ্য করেছে লিমনের সবচেয়ে ভালোবাসার মানুষ ইমার কাছ থেকে দূরে যেতে। একদিন প্রিয়া টা কে বিয়ের প্রস্তাব দেয়। তাও সেটা অমাবস্যার রাতে। বিয়ের প্রস্তাবে রাজি হয় না লিমন।

কিন্তু প্রিয়া নাছোড়বান্দা। সে কিছুতেই হাল ছাড়ার মেয়ে নয়। লিমনকে বিয়ে করে প্রিয়া রক্ত সাধনা করবে, উৎসব করবো রক্তপাণের। তারপর তারা দুজনে হবে সুখী পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। লিমন আগে থেকে এসব বুঝতে পেরে প্রিয়াকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু লিমন সেটা করতে ব্যর্থ হয় কারণ প্রিয়াকে হত্যা করা সম্ভব নয় স্বাভাবিকভাবে। প্রিয়াকে হত্যা করতে হলে তার নিজের ও মৃত্যু হবে।

শেষ পর্যন্ত কী করবে লিমন? কিভাবে বাঁচাবে ফেয়ার হাত থেকে নিজেকে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের পুরো বইটা পড়তে হবে। আশা করি অনেক ভাল লাগবে।

1 thought on “রক্তসাধনা মোশতাক আহমেদ PDF download”

  1. মোঃ তাইফুর রহমান

    আস সালামু আলাইকুম আমি একজন ক্ষুদ্র পাঠক হিসাবে আপনাদের সাথে যুক্ত থাকতে চাই ।আমার আর্থিক সক্ষমতা না থাকায় পিডিএফ সংগওহ করতে চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top