ডেথ সিটি ‌কাজী মাহবুব হোসেন pdf download

কাজী মাহবুব হোসেন বাংলাদেশের বর্তমান সব জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম একজন। তিনি একাধারে একজন সরকারি কর্মকর্তা। মানুষ তাকে লেখক হিসেবে পরিচিতি দিয়েছে। তার লেখাগুলো পাঠকদের কাছে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ওয়েস্টার্ন সিরিজের বই লেখা ছাড়াও বিভিন্ন ধরনের পিশাচ কাহিনী ও উপন্যাস লিখেছেন। তিনি তার লেখায় সবসময় সহজ সরল ও সাধারণ ভাষা ব্যবহার করেন যেটা পাঠকদের কাছে কঠিন মনে হয় না এবং পাঠকরা পড়ে তা স্বাচ্ছন্দ্যবোধ করেন। তেমনই তার একটি জনপ্রিয় বই হল “ডেথ সিটি”।

“ডেথ সিটি” কাজী মাহবুব হোসেনের একটি জনপ্রিয় বই। এটি ওয়েস্টার্ন সিরিজের একটি জনপ্রিয় বই।

ওয়েস্টার্ন সিরিজ একটি বহু পুরাতন সিরিজ যেটা প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এখনো অনেক পাঠক আছেন যারা এই সিরিজের বই পড়তে অনেক পছন্দ করেন কিন্তু দুঃখের বিষয় হল এ সিরিজের বইগুলো অনেক আগেই মার্কেট আউট হয়ে গেছে। তাই আর পাঠকরা ইচ্ছা করলে বইগুলো কিনতে পারেন না। এটা নিয়ে দুঃখের কোন দরকার নাই কারণ সেসব পাঠকদের কথা চিন্তা করে আমরা আমাদের ওয়েবসাইটে হারিয়ে যাওয়া বইগুলোর পিডিএফ ফাইল দিয়ে থাকি। তাই কোন পাঠক চাইলে খুব সহজ উপায়ে আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে বই গুলো ডাউনলোড করে নিতে পারেন।

কাহিনী সংক্ষেপ:

আমি এখানে এই বইটার সামান্য কিছু কথা তুলে ধরব বাকিটুকু অবশ্যই আপনারা বই পড়ে নেবেন।

দুর্গের মত সুরক্ষিত হেল সিটিতে নিষ্ঠুর এক ডাকাত গড়ে তুলেছে আউট ল দের কঠিন আখড়া। দু দুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গভর্নর। গভর্নর চেষ্টা করেছিল তাদের আখড়াটাকে ভেঙে দিতে কারণ তাদের মত শক্তিশালী ডাকাত দল যদি কারোর উপর হামলা করে তাহলে তাদের বাঁচার আর পথ থাকবে না। কোনভাবেই তাদের শায়েস্তা করতে পারেনি গভর্নর। শেষে এরফান জেসাপকে কে পাঠালো গভর্নর সেই অসাধ্য কাজ সাধন করতে। কিন্তু ৪০, ৫০ জন ডাকাতের বিরুদ্ধে একা কী বেড়ে উঠবে এরফান? তাহলে পুরো বইটা একবার পড়তে হবে।

অসাধারণ এই বইটি এখনো যারা পড়ে নিতে পারেননি তারা আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ঝটপট ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ বইটি। আশা করি অনেক ভাল লাগবে। সময় কোন দিক দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top