উপন্যাস

প্রহরী শওকত হোসেন pdf download

বাংলাদেশের সাহিত্য অঙ্গনে শওকত হোসেন এক উজ্জল দৃষ্টান্ত। তিনি তার লেখার মাধ্যমে ছোট থেকে বড় সবার মনে এক দারুন জায়গা তৈরি করে নিয়েছেন। তার লেখাগুলো এতটাই জনপ্রিয় যে তাকে এক নামে সবাই চেনে। তার লেখায় বাস্তবতার ছোঁয়া পাওয়া যায়। তার অন্যান্য সব রচনার মধ্যে “প্রহরী” অন্যতম।

শওকত হোসেনের আদি নিবাস চট্টগ্রাম হলেও তিনি চাকরির সুবাদে দেশের বিভিন্ন শহরে থেকেছেন। তার বই পড়ার প্রতি নেশা যেটা পেয়েছেন তার বইপ্রেমী মায়ের কাছে থেকে। মূলত বই পড়া থেকেই তার বই রচনার শুরু।

“প্রহরী” শওকত হোসেনের একটি জনপ্রিয় উপন্যাস। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এটি ওয়েস্টার্ন সিরিজের একটি বই। ওয়েস্টার্ন সিরিজের এই মহামূল্যবান বইগুলো বর্তমান সময়ে মার্কেটে আউট হয়ে গেছে। কিন্তু ঠিক আগের মতোই এই বইগুলো সবার কাছে অধিক জনপ্রিয়। তাই আপনারা যারা এই বই বা এই সিরিজের বই পড়তে আগ্রহী তারা হতাশ না হয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিনামূল্যে বই গুলো ডাউনলোড দিয়ে পড়ে নিতে পারবেন।

কাহিনী সংক্ষেপ:

এই গল্পটির প্রধান চরিত্র টমাস রেলিংস। সে একজন বেপরোয়া যুবক। শত্রুপক্ষের হামলা এড়াতে চলে এলো পশ্চিমে ক্যানসাসের ছোট্ট একটা শহরে। এখানে সে ভালোর জন্য এসে জড়িয়ে পড়ল এক মহা বিপদের মাঝে। নতুন করে সৃষ্টি হল ঝামেলা। বিচিত্র কৌশলে প্রায় আড়াই লাখ ডলারের চালান ছিনিয়ে নেবার গায়তারা করছে একদল দুবৃত্ত। এছাড়াও শহরের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্শাল রড মর্গ্যান ও নিখোঁজ।

এখন এই ভয়ংকর বিপদে কে রুখে দাঁড়াবে? ঘটনাচক্রে টমাসের কাঁধেই এসে পড়ল সব দায়-দায়িত্ব। ক্রমশ এগিয়ে আসছে বিপদ। চারিদিকে শত্রুরা যেন ওঁত পেতে আছে। কাকে যে বিশ্বাস করবে আর কাকে করবে না সেটাই সে বুঝে উঠতে পারছিল না। সে একা কিভাবে এই দায়িত্ব পালন করবে বুঝে উঠতে পারছিল না। টমাস খুব সাবধানে সামনের দিকে আগাচ্ছিল ছিল।

শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে? টমাস কী বিপদের বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারবে? জানতে হলে পুরো বইটা আপনাদের একবার হলেও করে দেখতে হবে। আশা করি, বইটি আপনাদের সবার ভালো লাগবে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে ফেলুন এই অসাধারণ বই টা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *