মানুষ শিকার কাজী মাহবুব হোসেন pdf download

বাংলাদেশের সাহিত্য অঙ্গনে কাজী মাহবুব হোসেন একটি পরিচিত নাম। তিনি খুব অল্প সময়ের মধ্যে তার প্রতিভা দাঁড়া সবার মন খুব তাড়াতাড়ি জয় করে নিয়েছেন। তিনি সব সময় তাঁর রচনায় সহজ, সরল ও সাবলীল ভাষায় ব্যবহার করেন। যেটা পাঠকরা খুব তাড়াতাড়ি বোধগম্য করে নিতে পারে। পরিচিত “মানুষ শিকার” একটি অন্যতম রচনা।

“মানুষ শিকার”কাজী মাহবুব হোসেনের একটি উল্লেখযোগ্য রচনা। বইটি প্রথম প্রকাশিত হয় 1983 সালে। বইটির প্রকাশ করেন সেবা প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠাসংখ্যা রয়েছে 91 টি।

এই বইটি ওয়েস্টার্ন সিরিজের একটি রেয়ার কালেকশন। যেটা মার্কেটে আর পাওয়া যায় না। কিন্তু অতীতের মতোই বর্তমান সময়ের পাঠকরাও এই বই পড়তে অনেক আগ্রহী হয়। তাই তাদের কথা চিন্তা করে আমাদের এই অভিনব প্রয়াস। আমরা আমাদের ওয়েবসাইটে খুব সহজ উপায় হারিয়ে যাওয়া বইগুলোর পিডিএফ দিয়ে থাকি। কোনো পাঠক ইচ্ছা করলেই আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে বই গুলো ডাউনলোড করে নিতে পারেন।

কারন আমরা সবাই জানি সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজ বহু আগের সিরিজ। এই সিরিজের যাত্রা শুরু হয় 1983 খ্রিস্টাব্দে। এই সিরিজের কাহিনীর বিষয়বস্তু যুক্তরাষ্ট্রের গোড়াপত্তনের সময়ের। বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই সম্পর্কে এই সিরিজগুলো রচিত হয়েছে। এই উপন্যাস গুলো মূলত বিদেশি কাহিনী নির্ভর। বাংলাদেশের বিভিন্ন নামকরা লেখক এই সিরিজের সাথে যুক্ত।

কাহিনী সংক্ষেপ:

পার্টনারের মৃত্যুর প্রতিশোধ নিতে দণ্ডপ্রাপ্ত লীচ পরিবারের একজনকে হত্যা করল মার্ক। দলবল নিয়ে মানুষ শিকারে বেরোলো লীচরা। ওদের সঙ্গে রয়েছে পৃথিবীর সেরা যোদ্ধা লই পেরেজ। এতে রক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম। আহত মার্ক কে সাহায্য করল মেক্সিকান মেয়ে মারিয়া। কিন্তু ইন্ডিয়ান এলাকার ভেতর দিয়ে পালাবার সময় মারিয়া কে ধরে নিয়ে গেল ভয়ঙ্কর ইন্ডিয়ানরা। এখন কি করবে মার্ক?

শেষ পর্যন্ত জানতে হলে আপনাদের পুরো বইটা একবার হলেও পড়তে হবে। অসাধারণ এই বইটি আপনারা যদি না পড়ে থাকেন তাহলে জীবনের অনেক কিছুই অজানা থেকে যাবে। কারণ সকলেই আমরা জানি পুরনো জিনিস সবসময় ভাল হয় । তাই আর সময় নষ্ট না করে আমাদের ওয়েবসাইট থেকে বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top