মনির সাহেবের তেলেসমাতি কান্ড PDF Download আতিক ভাই (রকমারি ডট কম)

মনির সাহেবের তেলেসমাতি কান্ড PDF Download আতিক ভাই (রকমারি ডট কম)। ফেসবুকে আতিক ভাই নামে পরিচিত আসাদুল্লাহ আতিকের প্রথম লিখিত বই ” মনির সাহেবের তেলেসমাতি কান্ড”। আসাদুল্লাহ আতিক করোনাকালীন সময়ে ফেসবুকে নবম-দশম শ্রেণীর বিভিন্ন বই এর রিভিউ এর মাধ্যমে ভাইরাল হয়েছিলেন এবং বর্তমানে প্রায় এক ডাকেই সবাই তাকে আতিক ভাই হিসেবে চিনেন।

তার করা ভিডিওতে বুক রিভিউ করা হলেও ভিডিও গুলো অনেক ফানিমূলক হয় যার কারণে লোকজন তার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন।

আতিক ভাইয়ের লেখা প্রথম বই মনির সাহেবের তেলেসমাতি কান্ড। তিনি এই বই নিয়েও একটি ভিডিও করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন করোনা কালীন সময়ে তিনি পুরো বইটি লিখেন নি।

অনেকেই মনে করতে পারেন ফেসবুকে ভাইরাল হওয়ার সুবাদে তিনি বই লিখে আরো ফেমাস হওয়ার চেষ্টা করছেন‌ কিন্তু তিনি তার এই ভিডিওতে জানান যে বইটি তিনি অনেক সময় ধরে লিখেছেন।

তিনি বইটি লেখা শুরু করেন গত বছর এবং করোনা মহামারীতে লকডাউনে বসে বইয়ের বাকি অংশ শেষ করেন। যেহেতু অনেক সময় ধরে লেখা হয়েছে এবং বইটির লেখক মজার মানুষ আতিক ভাই সেহেতু মনির সাহেবের তেলেসমাতী কান্ড বইটি পাঠকের মন জয় করবে আশা করাই যায়।

মনির সাহেবের তেলেসমাতী কান্ড বইটিতে মনির সাহেবের উদ্ভট কান্ড নিয়ে লেখা হয়েছে। মনির সাহেব ছোট থেকেই বিজ্ঞান মনা কিন্তু বাবার চাপে মনির সাহেব কমার্স নিয়ে পড়াশোনা করতে বাধ্য হয়।

তিনি যখন ব্যাঙ্কার হন তখনো বিজ্ঞান তাকে পিছু ছাড়েনি, উদ্ভট উদ্ভট কান্ড কারখানা আবিষ্কারের জন্য তাকে অনেবার জেলে যেতে হয়েছে। তবুও তিনি আবিষ্কারের নেশা ছাড়েননি, এবার তিনি আবিষ্কার করেছেন খাবার খাওয়া লাগবেনা মানুষের বাইরে থেকে নিজের শরীরেই উৎপন্ন হবে খাবার।

তিনি ভাবছেন তার এই আবিষ্কারের জন্য তিনি লুফে নেবেন নোবেল পুরস্কার কিন্তু মানুষ জন ঠিকই বুঝতে পারেন আবার ঘটতে চলেছে কোনো অঘটন। এমন মজার কান্ড নিয়েই লেখা হয়েছে আতিক ভাইয়ের মনির সাহেবের তেলেসমাতি কান্ড বইটি।

আপনারা বইটি প্রি অর্ডার করতে পারবেন রকমারি ডট কমে এবং যারা বইটি প্রি অর্ডার করবেন তারা পাবেন আতিক ভাইয়ের অটোগ্রাফ। বইটির প্রকাশক শব্দশৈলী এবং বইটির কভার ডিজাইন করেছেন শাকিল মৃধা।

মনির সাহেবের তেলেসমাতি কান্ড PDF

Download Link মনির সাহেবের তেলেসমাতি কান্ড। Free download মনির সাহেবের তেলেসমাতি কান্ড। আসাদুল্লাহ আতিক ভাইয়ের মনির সাহেবের তেলেসমাতি কান্ড।

আপনারা বইটির প্রি অর্ডার করতে পারবেন রকমারি ডট কমে। আমরা আমাদের ওয়েবসাইটে ডাউনলোডের কোনো লিংক দেবোনা কারণ এতে লেখক তার পরিশ্রমের মূল্য পাবেনা, আমরা চাই লেখক তার নায্য মূল্য পাক তাই অরিজিনাল বইটি কিনুন, নিজে বইটি পড়ুন ও অন্যকে পড়তে উৎসাহিত করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top