প্রতিপক্ষ শওকত হোসেন pdf download

বাংলাদেশের সাহিত্য অঙ্গনে শওকত হোসেন এক উজ্জল দৃষ্টান্ত। তিনি তার লেখার মাধ্যমে ছোট থেকে বড় সবার মনে এক দারুন জায়গা তৈরি করে নিয়েছেন। তার লেখাগুলো এতটাই জনপ্রিয় যে তাকে এক নামে সবাই চেনে। তার লেখায় বাস্তবতার ছোঁয়া পাওয়া যায়। তার অন্যান্য সব রচনার মধ্যে “প্রতিপক্ষ” অন্যতম।

শওকত হোসেনের আদি নিবাস চট্টগ্রাম হলেও তিনি চাকরির সুবাদে দেশের বিভিন্ন শহরে থেকেছেন। তার বই পড়ার প্রতি নেশা যেটা পেয়েছেন তার বইপ্রেমী মায়ের কাছে থেকে। মূলত বই পড়া থেকেই তার বই রচনার শুরু।

“প্রতিপক্ষ” শওকত হোসেনের একটি জনপ্রিয় উপন্যাস। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এটি ওয়েস্টার্ন সিরিজের একটি বই। ওয়েস্টার্ন সিরিজের এই মহামূল্যবান বইগুলো বর্তমান সময়ে মার্কেটে আউট হয়ে গেছে। কিন্তু ঠিক আগের মতোই এই বইগুলো সবার কাছে অধিক জনপ্রিয়। তাই আপনারা যারা এই বই বা এই সিরিজের বই পড়তে আগ্রহী তারা হতাশ না হয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিনামূল্যে বই গুলো ডাউনলোড দিয়ে পড়ে নিতে পারবেন।

কাহিনী সংক্ষেপ:

 

গল্পটিতে আমরা বেনন নামে এক ডাকাত দল দেখতে পাই। এই দলে মূলত চারজন আছে। চারজনের একটা কমপ্লিট টিম তারা। এই টিমে রয়েছে অ্যালেক্স, স্টু,প্যাট্রিক, রক বেনন। রক হলো তাদের দলপতি। একদিন রক একটা ছেলেকে নিয়ে আসলো। সেই ছেলেটির নাম হল রিচি‌।

সেই ছেলেটি তার জীবন বাঁচিয়েছে তাদের সাথে রাখলেও সরাসরি ডাকাতিতে অংশ নেয়ানোর কোনো ইচ্ছা নেই রকের। একদিন তারা নিজেদের সবকিছু রিচির হাতে তুলে দিল। তারা তাকে একটা কথাই বলল,সৎ ভাবে বেঁচে থাকো। রাঞ্চ করার স্বপ্ন দেখল রিচি। সবই ঠিক মতনই চলছিল, মাঝখানে ঝামেলা বাঁধলো নতুন শহরে আসা এক প্রভাবশালী ব্যক্তি। ভুল বুঝাবুঝির শিকার হল রিচি। সব শহরবাসী বিরুদ্ধচারণ করল রিচির।

বেঁচে থাকাই কঠিন হয়ে গেল রিচির জন্য। ঠিক সে সময় সাহায্যের হাত বাড়িয়ে দিল সেই বেনন গ্যাং। শেষ পর্যন্ত রিচি কি তার সমস্যা থেকে বের হয়ে আসতে পেরেছিল জানতে হলে পুরো বইটা আপনাদের একবার হলেও করে দেখতে হবে। আশা করি, বইটি আপনাদের সবার ভালো লাগবে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে ফেলুন এই অসাধারণ বই টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top