পাইথিন মোশতাক আহমেদ PDF download

মোশতাক আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় স্বনামধন্য লেখক। তিনি তার সুন্দর লেখনীর মাধ্যমে পাঠকদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছেন। তিনি বরাবর সববয়সী পাঠকদের কথা চিন্তা করে বই লিখেছেন। তিনি সহজ, সরল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করেন। একটি উপন্যাসের সব থেকে মূল্যবান বিষয় হলো পল্ট নির্ধারণ। এইসব ক্ষেত্রে লেখক মোস্তাক আহমেদ সিদ্ধহস্ত। তিনি তার উপন্যাসগুলোতে কল্পনার পাশাপাশি বাস্তবতার স্পর্শ দিয়ে থাকেন। তার বইগুলো পড়লে যেমন মন ভালো হয় তেমনি অনেক অজানা কথা জানতে পারা যায়। তার অন্যান্য উপন্যাস গুলোর মধ্যে “পাইথিন” অন্যতম।

লেখক মোশতাক আহমেদ পেশায় একজন ডিআইজি। ছোটবেলা থেকেই তার বই পড়ার প্রতি আলাদা এক আগ্রহ লক্ষ্য করা যায়। আর সেই আগ্রহ থেকেই শুরু করে লেখালেখির কাজ। তিনি একাধারে রহস্য, থ্রিলার, ভৌতিক উপন্যাস, ভ্রমণ কাহিনী, প্যারাসাইকোলজি উপন্যাস ও সায়েন্স ফিকশন বই লিখেছেন। তিনি এতটাই বাংলাদেশের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন যে অনেক পাঠকরা তাকে হুমায়ূন আহমেদ স্যারের মতোই মনে করেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।

“পাইথিন ” মোশতাক আহমেদের একটি জনপ্রিয় সাইন্স ফিকশন উপন্যাস। বইটি প্রকাশিত হয় অনিন্দ্য প্রকাশনী থেকে। বইটি হার্ডকভার এ রচিত। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 214 টাকা। বইটি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন।

কাহিনী সংক্ষেপ:

স্পেসশিপ সাইনমিন মূলত রেস্কিউ বা উদ্ধারকারী একটি স্পেসশিপ। যার মূলত কাজ হচ্ছে মহাকাশে বিধ্বস্ত বিপদগ্রস্ত অভিযাত্রীদের উদ্ধারের সাহায্য করা। একদিন পাঁচজন অভিযাত্রী নিয়ে স্পেসশিপ সাইমিন ক্যাপ্টেন ক্রিনোর নেতৃত্বে সরকারি ক্যাপ্টেন জিমন, ইঞ্জিনিয়ার রিকিট , ডক্টর ইকো ও একজন নারী কম্পিউটার প্রোগ্রামার কে নিয়ে অভিযান শুরু করে।

একসময় মহাশূন্যে দীর্ঘ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসার সময় একটি রহস্যময় বিপদগ্রস্ত স্পেসশিপ ইস্টিনকে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নেয়। ইস্টিনির অভ্যন্তরে প্রবেশ করেই সাইমিন বুঝতে পারে যে পাইথিন নামক এক প্রোগ্রামের ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। পাইথিন এতটাই শক্তিশালী প্রোগ্রামার যে, সেটা ধীরে ধীরে সাইমিনের সকল প্রোগ্রামকে নিষ্ক্রিয় করতে শুরু করে এবং ইস্টিনের ভেতরে বন্ধ হয়ে পড়ে সকল অভিযাত্রীরা।

তারা তখন বুঝতে পারে তাদের সামনে ভয়ানক বিপদ আসতে পারে। তাদের সবার একমাত্র পরিণতি হতে পারে মৃত্যু। কিন্তু তারা যে সবাই বাঁচতে চায়, ধ্বংস করতে চায় এই দুষ্টু প্রোগ্রাম পাইথিনকে। শেষ পর্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকে ইকো আর তিতিন। তারা প্রতি ক্ষণে ক্ষণে শারীরিক নির্যাতনের শিকার হতে থাকে পাইথিনের হাতে বন্দী হয়ে। তারা আর এই যন্ত্রণা গুলো অনুভব করতে পারছিল না। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে করেই হোক তাদের এখান থেকে বের হতে হবে। অবশেষে তারা প্ল্যান পরিকল্পনা করতে থাকে এই প্রাণ বিনাশকারী প্রোগ্রামকে বিনষ্ট করার জন্য কি করা যেতে পারে।

শেষ পর্যন্ত কী ইস্টিনের অভিযাত্রীরা পরাজিত করতে পারবে ভয়ঙ্কর প্রোগ্রাম পাইথিনকে? জানতে হলে অবশ্যই চমৎকার ও রহস্য মূলক এই উপন্যাসের শেষ করতে হবে। লেখক মোশতাক আহমেদ বেশি সমৃদ্ধতা লাভ করেছেন তার সায়েন্স ফিকশন উপন্যাসের মাধ্যমে। তার উপন্যাসগুলো এতটাই হৃদয়স্পর্শী হয় যে কেউ পড়তে লাগলে শেষ না করা অবধি বই ছেড়ে উঠতে পারবে না। তাই আর দেরি না করে সবাই পড়ে ফেলুন এই উপন্যাসটি। আশা করি অনেক ভাল লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top