ভাগ্যচক্র 2 কাজী মাহবুব হোসেন pdf download

আমাদের দেশের স্বনামধন্য সব লেখকদের মধ্যে কাজী মাহবুব হোসেন এক অন্যতম নাম। তিনি তার নিজস্ব প্রতিবাদ দাঁড়া পাঠকদের কাছে অনেকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি তার ব্যক্তিগত ক্যারিয়ার বাদেও নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন যেটা তার পরিচিতি আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তার বিখ্যাত সব বইয়ের মধ্যে “ভাগ্যচক্র 2” অন্যতম।

“ভাগ্যচক্র- 2″কাজী মাহবুব হোসেনের একটি অন্যতম রচনা। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 147 টি। বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 1984 সালে।

কাহিনী সংক্ষেপ:

 

ড্যান এক হতভাগ্য শিশু। বাপ কবে হারিয়ে গেছে সে নিজেও জানে না। তার মায়ের নাম সীলিয়া। তার মা একজন স্বেচ্ছাচারীনি। ড্যানের বয়স যখন চার বছর ওর মা ওকে রেখে চলে যায়। তখন ড্যানের ঠাঁই হয় তার বাবার বন্ধু ডিলানের কাছে। ডিলানের সাথে দেশে দেশে ঘুরতে ঘুরতে বড় আর অভিজ্ঞ হয়ে উঠল সে। তাশে হাত পা কালো কিন্তু জুয়া খেলে না। এক সময় ড্যান কাজ নিল একটা খামারে।

সেখান থেকে কানাডায় গেল মেষ শিকার করতে। এদিকে ডিলান কে মারার জন্য লোক লেগেছে পিছনে। কে লাগিয়েছে সেটা জানা নেই। যখনই লোকটার নাম জানা গেল আততায়ীর গুলিতে মারা পড়লো ডিলান। বিরাট পৃথিবীতে একা হয়ে গেল ড্যান। সে শপথ নিল তার একমাত্র সঙ্গীকে যারা মেরেছে তাদের কে ছাড়বে না। সে এদিকে হপকিনস পরিবারের সাথে মিলে রাঞ্চে টাকা খাটিয়েছে ড্যান। সেখানেও শুরু হয় নতুন করে ঝামেলা।

সেভাবে যে মা তাকে ছেড়ে চলে গেছে সেই মায়ের সাথে মুখোমুখি হলে কী করবে? শেষ পর্যন্ত ডিলানের হত্যার প্রতিশোধ নিতে পেরেছিল কী ড্যান? জানতে হলে এই বইটি অবশ্যই আপনাদের পড়তে হবে।

আর আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আমরা সবাই জানি এই অসাধারণ বইটি সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজ এর একটি বই। যেটা বহুদিন আগে মার্কেট আউট হয়ে গেছে। তাই এইরে আর বইগুলো অবসর সময়ে আপনাদের সঙ্গী করে নিতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, আর সেখানে গিয়েই আপনারা আপনাদের অবসর টাইম কে খুব ভালোভাবে কাটাতে পারবেন। চমৎকার এই হারিয়ে যাওয়া বইগুলো পড়ে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top