Site icon Book PDF Down.com

দ্য চেস্টনাট ম্যান PDF Download সোরেন ভেইস্ত্রাপ

দ্য চেস্টনাট ম্যান PDF Download সোরেন ভেইস্ত্রাপ

আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দ্য চেস্টনাট ম্যান বইটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের পাঠক পিপাসু মন এর জন্য আমাদের ওয়েবসাইটে দ্য চেস্টনাট ম্যান বইটি ডাউনলোড করার ব্যবস্থা করেছি। আপনারা আমাদের ওয়েবসাইটের নিচের দিকে গিয়ে বইটি এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিন।

চেস্টনাট ম্যান বইটি লিখেছেন বর্তমান সময়ের একজন বিশিষ্ট এবং স্বনামধন্য থ্রিলার লেখক সোরেন ভেইস্ত্রাপ। বইটি এই পর্যন্ত অনেক ভাষায় অনূদিত হয়েছে। বইটি 2018 সালে প্রথম প্রকাশিত হয়। বইটি বাংলাদেশের চিরকুট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এর পৃষ্ঠা সংখ্যা 496 এবং মুদ্রিত মূল্য 600 টাকা। বইটি বিভিন্ন অনলাইন বুক শপ এ আপনারা কিনতে পারবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন।

দ্য চেস্টনাট ম্যান এর কাহিনী সংক্ষেপ

বইটি শুরু হয়েছে ১৭ বছর আগে ঘটে যাওয়া একটি বাড়িতে খুনের বিষয়ে তদন্ত করতে যাওয়া এক পুলিশ অফিসারকে খুন করার মাধ্যমে। তারপরে বইটি সময়কাল পরবর্তী সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে। বইটি একটি পুলিশ প্রসিডিউরাল। বর্তমান সময়ে খ্যাতনামা সমাজ কল্যাণ মন্ত্রীর মেয়ে ক্রিস্টিন হারটাং হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাই।

পরবর্তীতে বনের ভিতরে সেই মেয়েটির সাইকেল এবং ব্যবহার করা হয়। সন্দেহভাজন ভাবে এবং তথ্য-প্রমাণের সাপেক্ষে লিনাস বেক্কার এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে কিছু কিছু কথা স্বীকার করে এবং অনেক কথাই স্বীকার করতে পারে না। তথ্য প্রমাণের সাপেক্ষে থাকে দোষী সাব্যস্ত করে। তবে মানসিক সমস্যার কারণে তাকে একটি মানসিক হাসপাতালে রাখা হয়।

লরা কেজোয়ার, এনি লেসেন নামক দুইজন মহিলা খুন হয়। পুলিশ সব জায়গাতেই খুঁজে পাই মৃতদেহের পাশে একটি চেস্টনাট পুতুল। সেই চেস্টনাট পুতুলের গায়ে এক বছর আগে খুন হয়ে যাওয়া ক্রিস্টিন এর হাতের ছাপ পাওয়া যায় প্রতি বার। তাছাড়া মৃত ব্যক্তিদের হাত এবং পায়ের পাতা কেটে নেয় দুর্ধর্ষ খুনি। পুলিশি এই কেস যেহেতু দেখভাল করে নাইয়া থুলিন এবং মার্ক হেস নামক দুজন অফিসার সেহেতু তারা একটি ফন্দি আটে।

হেস একজন ইউরোপোল অফিসার। সেখানে কাজে অবহেলার জন্য এবং আলসেমির জন্য তাকে কোপেনহেগেনে পাঠানো হয়। কোপেনহেগেনে এসে সে তার সহকর্মী থুলিন এর সঙ্গে পুরোদমে কাজ শুরু করে দেয়। সেখানে সে অবহেলা দেখালেও এখানে এসে খুবই সক্রিয় হয় এবং তার উপস্থিত বুদ্ধি দেখাতে বাধ্য হয়।

তাদের পরিকল্পনা মোতাবেক যে ফন্দি আটা হয়েছে সেই পরিকল্পনায় পা দেয় না খুনি। খুনি ঠিকই নির্দিষ্ট জায়গায় গিয়ে পরবর্তী শিকারকে খুন করে চলে আসে। সেইসাথে সেখানে ডিউটিরত এক ডিটেকটিভকে হত্যা করে সে। ফলে দুই ডিটেকটিভের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

পরবর্তীতে থুলিন এবং হেস অন্য পদ্ধতিতে এগিয়ে আবিষ্কার করে বেনেডিক্ট স্কান্স এবং এসগার নিরগার্ড এই খুনের পেছনে জড়িত রয়েছে। পুলিশের ডিটেকটিভ তাদের বাড়িতে অনুসন্ধান চালায়। কিন্তু আগেভাগেই সেই স্বামী-স্ত্রী বাড়ি থেকে পলায়ন করে। তাদের বাড়িতে মৃত ব্যক্তিদের হাত এবং পায়ের পাতা কেটে নেওয়া অংশ খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে তাদের যখন খোঁজ করা হয় তখন বনের মধ্যে তাদের দুজনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

সকলেই মনে করে যে এই টেস্টিং মীমাংসিত হয়ে গিয়েছে। সেই জন্য হেস তার নিজের দেশে চলে যাই। কিন্তু তার মনে কোন সন্দেহ দানা ঠিক‌ই থেকে থাকে। সে লিনাস বেক্কারের আগের তথ্য অনুযায়ী ওয়েবসাইটে ঢুকে যে সকল ছবিগুলো দেখতে সেই সকল ছবিগুলো সম্পর্কে অনুসন্ধান চালায়। ছবিগুলো জুম আউট করে যখন দেখতে থাকে তখন ছবির পেছনে লক্ষ্য করে যে তাক ভর্তির চেস্টনাট পুতুল রয়েছে।

পরবর্তীতে সে সেখানে উপস্থিত হয় যেখানে এই ঘটনা ঘটেছিল। সেখানের স্থানীয় থানায় গিয়ে সে মিস্টার বিঙ্ক এর থেকে 17 বছর আগের ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে শুনে নেই। যে বাড়িতে খুন হয় সে বাড়িতে কে কে ছিল তাদের ছবি অনুসন্ধান করতে গিয়ে যারা জীবিত ছিল তাদের ভেতরে একজনকে খুঁজে পাই হেস। তার চোখ বিস্ময়ে অবাক হয়ে যাই। সে তাড়াতাড়ি ডিটেকটিভদের প্রধান নাইল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করে। নাইলেন্ডার প্রথমে কথা বিশ্বাস না করলেও পরবর্তীতে বিশ্বাস করে তারা সেখানে অভিযান চালায়।

কিন্তু আগে থেকেই সমাজকল্যাণমন্ত্রী তার অতীতের প্রায়শ্চিত্ত করার জন্য খুনির কাছে গিয়ে আত্মসমর্পণ করে। তবে তার মূল উদ্দেশ্য ছিল তার মেয়েকে উদ্ধার করা। অবশেষে খুনি ঠিক‌ই সমাজকল্যাণ মন্ত্রীকে পরাস্ত করতে পারে। সেখানে ‌হেস উপস্থিত হয়ে শ্বাসরুদ্ধকর অভিযানের পরে সকলকে আহত অবস্থায় উদ্ধার করে। খুনি তার কৃতকর্মের জন্য মারা যায়।

পরে খুনির বোনের কাছে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী তার মেয়েকে উদ্ধার করে। এখানে খুনি কে এবং কেনই বা এ সকল কাজ করেছিল তা জানতে হলে পুরো বইটি আপনাকে পড়তে হবে। বইটির পরোতে পরোতে রোমহর্ষক কাহিনী চোখে পড়বে। আশা করি থ্রিলার পাঠকদের জন্য বইটি একটি সুখপাঠ্য হবে।

দ্য চেস্টনাট ম্যান PDF

Exit mobile version