অন্তিম লতিফুল ইসলাম শিবলী PDF download (থ্রিলার)

একজন অত্যন্ত শক্তিমান লেখক হিসবে ‘লতিফুল ইসলাম শিবলী’ বেশ পরিচিত। শক্তিশালী সব প্লট আর অসাধারণ লিখনী দিয়ে বরাবরই পাঠককে মুগ্ধ করেছেন। এবং এখনো করছেন। তার লেখা আরও একটি অসাধারণ বই হলো অন্তিম। হ্যাঁ, এটাও থ্রিলার। তবে একটু আলাদা! কেন সেটা না পড়লে বুঝবেন না। তাই বইটা যারা এখনও পড়তে পারেন নি তারা দেরি না করে আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ পড়ে ফেলতে পারেন অনায়েসেই।

কাহিনী সংক্ষেপঃ বিটিএস নামে একটি গ্রুপ। না না ওই বিটিএস গ্রুপ নয়!
এই গ্রুপে প্রায় ২০০ জনের মতো সদস্য রয়েছে। এই সদস্যরা দেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের পরিচয় হলো তারা পরিবেশবাদী সংগঠন। বনে, জঙ্গলে, পাহাড়ে এবং দূর্গম অঞ্চলে ঘুরে ঘুরে তারা মানুষের মধ্যে পরিবেশ সমর্পকে সচেতনতা তৈরী করে। সংগঠনে নতুন ডেপুটি হিসাবে নিয়োজিত হয় জামান।নতুন ডেপুটি হিসাবে তাদের সংগঠনের পক্ষ থেকে বাইক ড্রিপের আয়োজন করা হয়ে থাকে সিলেটে। সেখানে নতুন ডেপুটি ভয়কংর এক সত্য জেনে ফেলে! তার পড়ের দিন সড়ক দূর্ঘটনায় নতুন ডেপুটির মৃত্যু হয়। কিন্তুু ডেপুটির হবার পরে দিন মৃত্যু! এটি কি নিছক কোনো সাধারন দুর্ঘটনা? নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্রের জাল?

এই দিকে এই রহস্যময় দূর্ঘটনায় তদন্তে নেমে আসে পুলিশ অফিসার আফজাল। আস্তে আস্তে তার সামনে চরম এক সত্য উম্মোচন হয়। এমন এক সত্য যে, জানে, সে ডেকে আনে তার নিজের মৃত্যু। তাকেও মৃত্যুবরন করে নিতে হবে! ষড়যন্ত্র আর রহস্যের জট খুলছেই না। কি আছে এর শেষে?

বইয়ের প্লটটা খুবই শক্তিশালী। খুবই! অবশ্য প্রথমে যে কেউ ভাববে হয়তো রোমান্টিক একটি বই। তার পড়ে এলো বিটিএস একটি গ্রুপ বা সংগঠন। এখানে বিটিএস বলতে ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ডে কথা বলা হয় নি। যাদের নিয়ে সামাজিক মাধ্যমে প্রায় ট্রল হয় তাদের পাগলা ফ্যানদের কারণে। এখানে বিটিএস বলতে একটি গুপ্তসংঘে বুঝানো হয়েছে। তবে টোটেম নামে একটা ব্যান্ডের কথা বলা হয়েছে। তার পড় আসে বিভিন্ন নেশা জাতীয় জিনিস তখন মনে হয়েছে বইটি হয়তো তরুণ প্রজন্মের জন্য লেখা। তার পড়ে তো মূল গল্পের সূত্রপাত। তখন বুঝলাম বইটি প্রতিটি মুসলমানের জন্য কি বার্তা বহন করছে। গল্পের রেশ ভালো ছিলো পড়ে চ্যাপ্টারে কি আছে চরম ভাবে আকর্ষণ করেছে তবুও থ্রিলিং ব্যাপারটা সে রকম পাইনি। বইটি থ্রিলার জনরা হিসাবে থ্রিল বা টুইস্ট এখনও সে রকম ভাবে নেই। হয়তো নেক্সট বইয়ের বা সিকুয়েল এ অনেক প্রশ্ন বা রহস্য এর সমাধান পাওয়া যাবে।

নানা অনুসন্ধানে দেখা গেছে কি ভাবে মৌলবাদী খ্রিষ্টানদের দল দ্য ফ্যামিলি বা ফেলোশিপ নামে গোপন সংগঠনে মাধ্যমে আমেরিকা এবং বাকি পৃথিবীতে ক্ষমতার জাল বিস্তার করতে চায়। এই সংগঠনে যিশুখ্রিস্টকে একনায়কতান্ত্রিক শক্তিশালী নেতা রুপে দেখা।

অন্তিম মূলত সে রকম গুপ্তসংঘ কর্মকান্ডের মুখ উম্মোচনের একটা থ্রিলার জনরা গল্প। ফেলোশিপ ব্যাপার আরেকটু ডিটেল ভাবে তুলে ধরলে আরও বেশি জোশ হত।

গল্প বুনন প্রথম থেকেই চমৎকার ছিলো।আর লিখনী তো অসাধারণ সেটা লেখকের অন্য বইয়েই বুঝিয়েছেন। গল্পে প্লট বা সাবপ্লট লেখক এমন ভাবে নিয়ে গেছে। পৃষ্ঠা পড় পৃষ্ঠা উল্টালাম শুধু কোথাও জটলা মনে হয় নি। ইসলামিক বিষয় গুলা লেখক বিভিন্ন রকম উদাহরণ ন্যায় বুঝিয়েছে যা বেশ ভালো লাগবে। তথ্যবহুল বইটি উদাহরণ লেখক বেশ গুছিয়ে দিয়েছে।

সবশেষে বলবো, অসাধারণ কোনো প্লটের দুর্দান্ত বইটা পড়তে চাইলে এই বইটা পড়ে ফেলতে পারেন নির্দ্বিধায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top