অতন্দ্র প্রহরী রওশন জামিল pdf download

বাংলাদেশের সাহিত্য জগতে রওশন জামিল এক পরিচিত মুখ। সাহিত্য প্রেমীদের কাছে রওশন জামিল একটা আবেগের নাম। তার রচিত বই গুলো সবার কাছে অধিক জনপ্রিয়। তার লেখার ধারা এতটাই পাঠকের মন ছুয়ে গেছে যে অনেক বছর পরেও পাঠকরা তার বই গ্রহণ করে। তার লেখায় সব সময় সহজ সরল ও সাবলীল ভাষার ব্যবহার দেখতে পাওয়া যায়।

লেখালেখির উপর নেশা জুগিয়েছেন তার বাবা। জীবনে তিনি ম্যাগাজিন লিখতেন। তারপর পত্রিকার রিপোর্ট ও ফিচার লেখর মাধ্যমে তিনি লেখালেখি শুরু করেন। তিনি ছিলেন ওয়েস্টার্ন সিরিজের একজন সফল লেখক। তার অন্যান্য সব জনপ্রিয় বইয়ের মধ্যে “অতন্দ্র প্রহরী” অন্যতম।

“অতন্দ্র প্রহরী” রওশন জামিলের একটি গুরুত্বপূর্ণ রচনা। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এই বইটি ওয়েস্টার্ন সিরিজের একটি জনপ্রিয় বই।

কাহিনী সংক্ষেপ:

 

এই উপন্যাসের প্রধান চরিত্র রেড হাইলি। অ্যাপাচি ট্রেইন্ড পেশাদার একজন খুনি।আ্যমবুশ করার পর ভূতের মত নিঃশব্দে হাওয়া হয়ে যায় অকুস্থল থেকে। টনি লুইস গরিলা সদৃশ চেহারা তার। তার চেহারার পাশাপাশি কর্মকাণ্ডগুলো গরিলার মত। সে খালি হাতে মানুষ খুন করতে সিদ্ধহস্ত।

কোল হুইলক। এক ভাড়াটে বন্দুকবাজ দলের সরদার সে। ভয় দেখিয়ে বসে রেখেছে একটা পুরো শহরকে। সে মানুষের উপর এতই নির্বিচারে অত্যাচার করে কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলারই সাহস পায় না। যদি কেউ তার বিরুদ্ধাচরণ করে তাহলে তার নিস্তার নেই। জেমস জয়েস জানে শত্রু ঘাঁটিতে গিয়ে এদের প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে মোকাবেলা করতে হবে তাকে। শেষ পর্যন্ত জেমস কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে? জানতে হলে পুরো গল্পটা একবার পড়ে দেখবেন সবাই।

“অতন্দ্র প্রহরী”এই জনপ্রিয় বইটি পাঠকদের কাছে ঠিক আগের মতোই জনপ্রিয়। এই বইটি পড়লে আপনাদের সময় কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না। বইটা এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে পাঠকরা এখনো এই বইয়ের আশা বা আকাঙ্ক্ষা মেটাতে পারেননি।

আমরা সবাই জানি ওয়েস্টার্ন সিরিজের বইগুলো এখন আর বাজারে তেমনভাবে পাওয়া যায় না। কিন্তু বইগুলো এখনো সবার কাছে অনেক জনপ্রিয়। অনেক পাঠকরা এই বইগুলো পড়তে চায়। তারা বাজারে পায় না।

শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটে আমরা সেই সকল সব বইয়ের পিডিএফের ব্যবস্থা করেছি। তাই আপনারা আপনাদের পছন্দ মতো বইগুলো আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে উপায়ে। আশা করি অনেক অনেক ভালো লাগবে বইগুলো পড়লে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top