ভেন্ট্রিলোকুইস্ট মাশুদুল হক PDF download (থ্রিলার)

বর্তমান তরুণ থ্রিলার লেখকদের মধ্যে মাশুদুল হকে’কে বেশ ভালোই প্রধাণ্য দেয়া হয়। কারণ, তার বইয়ের প্লটগুলো অসাধারণ! অসংখ্য তথ্য আর থ্রিলিং এর মিশেলে অসাধারণ প্লটে গল্প বলে যান তিনি। তেমনই একটা বই হলো ‘ভেন্ট্রিলোকুইস্ট’। বইটা যারা এখনো পড়েননি তারা আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ পড়ে ফেলতে পারেন।
কাহিনী সংক্ষেপঃ আচ্ছা, এই ভেন্ট্রিলোকুইস্ট জিনিসটা আসলে কি? সে সম্পর্কে কতটা ধারনা আছে? অনেকেরই সেরকম কোনো ধারনা নাই। আমারও ছিল না। ধারনা হলো বইটা পড়েই।
সাধারণত তাদের ভেন্ট্রিলোকুইস্ট বলা হয় যারা ঠোঁট না নাড়িয়েই কথা বলতে পারে। এবং মনে হয় কথাটা অন্য কেউ বলছে! একজন মানুষ হাতে একটা পুতুল নিয়ে, পুতুল আর মানুষটার মাঝে কথা চালাচালি হয়। সেটা খুব সূক্ষ ভাবে করে ভেন্ট্রিলোকুইস্টরা। অর্থাৎ একজন ব্যাক্তি দুই স্বরে কথা বলে। আর এটাকেই বলে ভেন্ট্রিলোকুইজম…!
দু’জন বন্ধু। নৃতাত্ত্বিক মারুফ এবং পত্রিকার ফিচার এডিটর রুমি। (রুমি কিন্তু ছেলে।)
তারা তাদের আরেক বন্ধু জহিরের বিয়েতে যায় দাওয়াতে। সেখানে তাদের আরেক বন্ধু হাসানের কাছ থেকে খোঁজ পায় শওকত নামের তাদের আরেকজন বন্ধুর। যে কিনা দীর্ঘদিন টাইফয়েডে ভুগেছিল। সেটা থেকে সুস্থ হওয়ার আগে তার কথা বলার শক্তিটা হারিয়ে যায়!
হাসানের কাছ থেকে জানতে পারে সেই শওকতই কিনা হয়েছে ভেন্ট্রিলোকুইস্ট। কিন্তু কিভাবে?
মারুফ আর রুমি দারুন কৌতুহলি হয়। তারা সে রাতেই শওকতের একটা শো দেখতে যায়। শো শেষে দেখা করে শওকতের সাথে। তার কথাবার্তা মারুফ আর রুমির কাছে কেমন যানি লাগে।
আর তা থেকেই রুমির একটু অনুসন্ধানী মনের কারনে তারা জড়িয়ে যায় বিশাল এক কাহিনির সাথে। একে একে বেড়িয়ে আসে নানা তথ্য। গা শিওরানো সব সত্য। আর মারুফ আর রুমি পরে যায় বিশাল বিপদে…।
বইটা যে দারুন সে বিষয়ে সন্দেহ নাই। তবে কিছু জিনিস একটু খারাপ লেগেছে তা বলতেই হয়। সুন্দর একটা প্লট কিন্তু বইটার শুরুটা খাপছাড়া! মনে হয়েছে লেখক শুরু থেকেই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। যে ব্যাপার বেশি ভালো লেগেছে এবং যার কারনে বইটাকে দারুন বলা সেটা হলো বইটার হিউজ পরিমাণ তথ্য এবং সে সবকে উপস্থাপনার সাবলীলতা।
দ্রুত শুরুর কারনে গল্পটায় ডুবে যেতে একটু সময় লেগেছে বটে তবে শেষ করার পর দারুন একটা অনুভূতি হয়েছে। বইটা শুরু হয় একটা বিয়ের অনুষ্টানের মাধ্যমে। এবং ভেন্ট্রিলোকুইজম এর বর্ণনা দিয়ে। তবে শুধু ভেন্ট্রিলোকুইজম না আস্তে আস্তে যোগ হয়েছে ধর্মের ব্যাপার-স্যাপার। বলা হয়েছে বাব ও বাহাই ধর্ম সম্পর্কে। বইটা পড়ার পূর্বে আমি এসবের কিছু জানতামও না! সে দিক থেকে বলা যায় বেশ ভালো কিছু তথ্যও জানতে পেরেছি বইটা থেকে। এছাড়াও আছে নানা কোড বিষয়ক ব্যাখ্যা! আছে টেম্পল সম্পর্কিত তথ্যও! এসব কিছুই রিলেটেড। যতটা প্রয়োজন ততটাই লেখক বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন।
বাড়তি জ্ঞান ফলানোর চেষ্টা করেননি। এই ব্যাপারটাও ভালো লেগেছে। এবং সবশেষে সবকিছুর একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে সুন্দর করে শেষ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করেন নি।
আর ড্যান ব্রাউন যাদের পড়া আছে তারা বুঝতে পারবে যে, বইটি ড্যান ব্রাউনিও কায়দায় বাংলাদেশের প্লটে চমৎকার একটা বই।
চরিত্র বিশ্লেষণঃ মূল চরিত্রে আছে রুমি এবং মারুফ।
এই রুমিকে আমি প্রথমে মেয়ে ভেবেছিলাম। কিন্তু সে যে একজন ছেলে তা বেশ পরে বুঝতে পারি। জানি না লেখক কেন এমন একটা নাম বেছে নিলেন? সম্ভবত পাঠককে বিভ্রান্ত করতে চেয়েছেন তিনি। এদিকে আবার মারুফ চরুত্রটাকে একটু বোকা টাইপের লেগেছে!
আছেন ডাক্তার রুশদী।
আছে মিলি নামের একজন নার্সও। এছাড়াও আছে মারুফের বোন বিনু।
আর শওকত তো আছেই। সাথে আছে একজন রুনু…!
সবশেষে বলবো, অসাধারণ কোনো ছোটখাটো বই পড়তে চাইলে এই বইটা আপনার জন্যই!